তারকার বাসায় তারকাদের ঈদ আড্ডা

গতকাল রোববার ছিল ঈদের দ্বিতীয় দিন। এ দিন চিত্রনায়ক জায়েদ খানের বাসায় একে একে উপস্থিত হন নায়ক রুবেল, শাকিব খান, অমিত হাসান, নায়িকা শাবনূর, কেয়া, পপি, পরীমনিসহ আরো অনেকেই। ঈদের দিন বৃষ্টি থাকায় তারকাদের কেউই বাসা থেকে বেরুতে পারেননি। কিন্তু ঈদের পরের দিন গতকাল বৃষ্টি কম থাকায় অনেকেই ঘুরতে বের হন। আর এই ঘোরাঘুরির একপর্যায়ে জায়েদ খানের বাসায় জমে ওঠে এক ছোটখাটো ঈদ আড্ডা।
নায়ক জায়েদ খান এনটিভি অনলাইনকে বলেন, ‘বৃষ্টির জন্য ঈদের দিন বাইরে বেরুতে পারেনি অনেকেই। গতকাল ফোন দিতেই সবাই রাজি হয়ে গেল। সবারই একই কথা- জায়েদের মাকে সালাম করে আসি। অনেকদিন পর সবাইকে পেয়ে আমরা সবাই আসলে আনন্দিত। সারাদিনই খুব মজা করেছি। আসলে একসময় তো আমরা সবাই একসঙ্গেই কাজ করতাম কিন্তু এখন অনেকেই কাজ করছেন না। আবার অনেকেই কাজ কমিয়ে দিয়েছেন। যে কারণে আমাদের আগের মতো আর দেখা হয় না। এ ধরনের আড্ডার খবর পেলে সবাই চলে আসে। আবার দুজন এলেই বাকি সবাইকেই ফোনে খবরটা দিতে হয়। খবরটা না জানালে বলবে, আমাকে কেন জানাওনি? চলচ্চিত্র তো আসলে একটা পরিবার, যে পরিবারের অংশ আমরা সবাই, আর ঈদে আমরা একসঙ্গে সময় কাটাব-এটাই স্বাভাবিক।’
কী ধরনের আলোচনা হয়েছে আড্ডায়, এমন প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, ‘আমরা এক জায়গায় হলেই শুরু হয় স্মৃতিচারণা আর নানা বিষয়ে মজার মজার গল্প। আর এই আড্ডাও তো একদিন স্মৃতি হবে। আমরা সবাই আসলে স্মৃতি জড়ো করতেই একসাথে হই।’
ঈদের পরের দিন এমন আড্ডা ঈদের আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে দেয় বলেই মনে করেন জায়েদ খান।