বৃষ্টিতে কেমন চলছে ‘পদ্মপাতার জল’?

ঈদের দিন ইমন ও মীম ঘুরে বেড়িয়েছেন সিনেমা হলে। বৃষ্টি উপেক্ষা করে হলে দর্শকসমাগম দেখে সন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। এ রকম চলচ্চিত্র বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আগের জায়গায় ফিরিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন নায়ক ইমন।
ঈদের দিন থেকে ঢাকার সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তন্ময় তানসেন পরিচালিত, ইমন ও মীম অভিনীত ছবি ‘পদ্মপাতার জল’। ঢাকার সাতটিসহ ছবিটি সারা দেশে মুক্তি দেওয়া হয় ২৩টি হলে।
নায়ক ইমন ছবি প্রসঙ্গে বলেন, ‘ঈদের সকাল থেকে বৃষ্টির কারণে অনেকে ঘর থেকে বেরুতে পারছে না। হাঁটুপানি পেরিয়ে লোকজন চলাফেরা করছে দেখে সকাল থেকেই মনটা খুব খারাপ ছিল। আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিল ঈদটা দর্শকদের সঙ্গে কাটাব। কিন্তু সিনেমা হলে মানুষ আসবে কীভাবে, গাড়িতে যখন সিনেমা হলের দিকে যাচ্ছিলাম তখন দেখি রাস্তা খালি, কিন্তু বলাকা সিনেমা হলে গিয়ে মনটা ভালো হয়ে গেল। এত মানুষ কোথা থেকে এলো? শো শুরুর এক ঘণ্টা আগেই সব টিকেট শেষ। কেউ কেউ টিকেট না পেয়ে ফেরত যাচ্ছে দেখে আবার মনও খারাপ হয়েছে। হল ম্যানেজার বলছে রেকর্ড করেছে এই ছবি। এত বৃষ্টিতে টিকেট শেষ। আমাদের দেশে ছবি যাঁরা দেখতে চান, তাঁদের জন্য এই ছবি। দর্শকের হৃদয় জয় করতে পেরে ভালো লাগছে, সব কষ্ট সার্থক মনে হচ্ছে।’
এদিকে রাজমণি সিনেমা হলের ম্যানেজার মোহাম্মদ অহিদ বলেন, ‘ছবিটি খুব ভালো করেছে। যারা ছবিটি দেখেছে, তারা সবাই প্রশংসা করছে। পরিবার নিয়ে দেখার মতো কোনো ছবি অনেকদিন পরে মুক্তি পেল। বর্তমানে ছবির আইটেম গানের জন্য কেউ পরিবার নিয়ে ছবি দেখতে আসে না। কিন্তু এই ছবিটি দেখতে যারা আসছে, তাদের মধ্যে পরিবারসহই বেশি। বৃষ্টির জন্য দর্শকসমাগম কম কিন্তু ছবিটি ব্যবসাসফল হবে।’
গল্পে দেখা যাবে, ঔপনিবেশিক আমলের এক সহজ-সরল কবি উচ্চশিক্ষার জন্য এসেছিলেন এক শহরে। ভোগ-বিলাস কিংবা জাগতিক চাকচিক্য যাঁকে কখনোই আকর্ষণ করেনি, সেই কবিই একদিন বন্ধুদের পাল্লায় পড়ে পৌঁছে যান শহরের শ্রেষ্ঠ বাইজির মহলে। অনিন্দ্য সুন্দরী বাইজির রূপ নৃত্যকলা সংগীতে মুগ্ধ কবি তাঁরর মুগ্ধতা প্রকাশ করতে থাকেন কবিতায়। পোশাদার বাইজির কাছে এসব কবিতার কোনো মূল্য নেই, কিন্তু একদিন একটি ঝুমকা কবিকে ঠিকই পৌঁছে দেয় বাইজি মহলের সেই সীমানার ভেতরে, যেখানে সবার প্রবেশ নিষেধ। ধীরে ধীরে প্রকাশ হতে থাকে ঊনবিংশ শতাব্দীর চাকচিক্যময় বাইজি মহলের পাথরের দেয়ালের ভেতরে চাপা দেওয়া কান্না আর বোবা আর্তির সত্যগুলো। কবিও ধীরে ধীরে সীমানা ভাঙতে ভাঙতে পৌঁছে যাওয়ার চেষ্টা করেন বাইজির দুর্ভেদ্য হৃদয়ের ভেতরে। এটাই ‘পদ্মপাতার জল’ ছবির কাহিনী সংক্ষেপ।
তন্ময় তানসেন পরিচালিত ‘পদ্ম পাতার জল’ মুক্তি পাবে ঈদের দিন। ছবি মুক্তির আগেই বাজারে ছাড়া হয়েছে ছবিটির অডিও অ্যালবাম। ছবিটির সাতটি গান ও সাতটি কবিতার অডিও নিয়ে নির্মিত অ্যালবামটি প্রকাশিত হয়েছে গত মঙ্গলবার। এটি প্রকাশ করেছে জি সিরিজ।