নায়িকার ঈদ
কত সালামি পেলেন বিপাশা, মিষ্টি ও হ্যাপী?

‘ঈদের দিন হোক বা সাধারণ দিন, সব সময়ই আমার খুব ঘুরতে ভালো লাগে। সব সময় খুলনার গ্রামের বাড়িতে ঈদ করি, এবার ঢাকায় ঈদ করলাম। হ্যাপী আর আমার আগে থেকেই ঘোরার প্ল্যান ছিল। বৃষ্টির জন্য বেরুতে দেরি হয়েছে। ঈচ্ছে ছিল সবার সঙ্গে দেখা করব, কিন্তু ব্যস্ত থাকায়, অনেকের সঙ্গেই দেখা হয়নি। তবে আমরা খুব মজা পেয়েছি।’ ঈদের দিনের ঘোরাঘুরির কথা এভাবেই জানাচ্ছিলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।
গতকাল ঈদের দিনে আইটেম-কন্যা হিসেবে পরিচিত নায়িকা বিপাশা কবির, নায়িকা মিষ্টি জান্নাত ও নায়িকা হ্যাপী ঢাকার একটি রেস্টুরেন্টে বেশ কিছু সময় কাটান।
গতকালের উদযাপন নিয়ে নায়িকা হ্যাপী বলেন, ‘মিষ্টির সাথে আমার আগে থেকেই কথা ছিল ঈদের দিন আমরা ঘুরব। বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত আমরা এক সাথে ঘুরলাম। অনেক মজা করেছি, যদিও বৃষ্টির জন্য তেমন কোথাও নামতে পারিনি তারপরও অনেকের সাথে দেখা করেছি।’
সালামি কত পেলেন? এমন প্রশ্নের জবাবে হ্যাপী বলেন, ‘আমি বড় হয়েছি না? এখন আর কেউ সালামি দেয় না। উল্টো আমি সবাইকে সালামি দিয়েছি। আমার আশপাশের বাসার ছেলেমেয়েসহ বাসার সবাইকে সালামি দিয়েছি।
ছোটবেলায় সালামি পেয়ে যেমন ভালো লাগত, সালামি দিয়ে আরো বেশি ভালো লেগেছে। আগামীকাল ফ্যান্টাসি কিংডমে যাব।’
ব্যস্ততা ছিল, তারপরও ঈদ বলে কথা, এই সুযোগ হাতছাড়া করতে চাননি নায়িকা বিপাশা। তিনি বলেন, “একুশে টিভিতে লাইভ শেষ করে গুলশানের দিকে গেলাম কয়েকজন বন্ধুর সাথে দেখা করতে। ওখানেই মিষ্টি আর হ্যাপীর সাথে দেখা। আমরা একসাথে খুব মজা করেছি। যেখানেই যাই, দেখি পরিচিত সবাই। তারপর আমার নতুন ছবি ‘তালাশ’-এর হিরো সুমনের সাথে দেখা হয়েছে। আসলে ঈদের দিন সবাই নিজেদের নিয়ে খুব ব্যস্ত থাকে, যে কারণে ঈচ্ছে থাকার পরও অনেকের সাথেই দেখা হয়নি।”
নায়িকা হ্যাপীর মতো বিপাশাও কোনো সালামি পাননি। তিনি বলেন, ‘এখন সালামি চাওয়ার আর সুযোগ পাই না। সকাল থেকেই সালামি দিতে হয়। তবে এটার মধ্যেও অনেক আনন্দ। বৃষ্টি না থাকলে ঈদে আরো বেশি ঘুরতে পারতাম।’
এই তিন নায়িকার মধ্যে একমাত্র সালামি পেয়েছেন নায়িকা মিষ্টি জান্নাত। তিনি বলেন, ‘আমার বরাবরই সালামি পেতে ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠেই বাবা ও মা দুজনের কাছ থেকে পাঁচ করে ১০ হাজার টাকা পেয়েছি। মামা, চাচাদের কাছ থেকে ফোনে টাকা আনিয়েছি। সব মিলিয়ে প্রায় এক লক্ষ টাকার মতো সালামি পেয়েছি। ঈদটা খুব ভালো কেটেছে।’