‘ঈদে ভালো ব্যবসা করছে অগ্নি-২’

‘বাবলী না আমি লাভলী না, নই রে বিল্লো রানি, খেলি ছিনিমিনি ছিনিমিনি ছিনিমিনি, মন নিয়ে ম্যাজিক মামনি ...’। মিডিয়ার কল্যাণে ‘অগ্নি-২’ ছবির এই গান অনেকেই হয় তো শুনে ফেলেছেন আগে। ছবিটি মুক্তির পর থেকেই এই গান নিয়ে চলছে প্রচার-প্রচারণা। প্রচারণার অংশ হিসেবে গতকাল শনিবার ছয়টি পিকআপ ট্রাক ছড়িয়ে দেওয়া হয় রাজধানীর বাইরে। এগুলোতে ১০-১২ জন ছেলেমেয়ে ম্যাজিক মামনি গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করে। ট্রাকগুলো গতকাল ঈদের দিন টঙ্গী, সাভার, গাজীপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। একটি ট্রাকের সঙ্গে ছিল অগ্নি-২-এর শিল্পী, পরিচালক ও প্রযোজকের একটি মাইক্রোবাস। এতে নায়িকা মাহিয়া মাহির সঙ্গে ছিলেন কলকাতার নায়ক ওম, পরিচালক ইফতেখার চৌধুরী ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
প্রচারণার কাজে ব্যবহৃত ট্রাকগুলো ছিল অগ্নি -২ ছবির পোস্টারে মোড়ানো, আর কিছু দূর গিয়ে থেমে থেমে পথচারীদের উদ্দেশে গানের সঙ্গে চলছিল নাচ। জাজ মাল্টি মিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান, এ রকম ছয়টি ইউনিট আজও অর্থাৎ ঈদের পরের দিনও প্রচারণা চালাবে। তবে আজ এই কর্মসূচি চালানো হবে শুধু ঢাকার ভেতর। আজিজ আরো জানান, ‘বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরে দেখেছি, ঈদে ভালো ব্যবসা করছে অগ্নি-২। দর্শকদের আগ্রহ দেখে আমি মুগ্ধ। এমন সাড়া পেয়ে ভালো ছবি বানানোর আগ্রহটা আরো বেড়ে গেছে।’
সারা দেশের ১০৩টি হলে মুক্তি দেওয়া হয়েছে ‘অগ্নি-২’। জাজ থেকে বলা হয়, আরো হল ছবিটি নিতে চেয়েছিল কিন্তু সার্ভার স্বল্পতার কারণে এর চেয়ে বেশি হলে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। তবে যাঁরা এই ছবি নিতে চেয়েছিল, তাদের ঈদের পরের সপ্তাহে দেওয়া হবে। জাজের পক্ষ থেকে আরো জানানো হয়, পেনড্রাইভ বা হার্ডড্রাইভে করে ছবিটি আরো বেশি হলে চালানো যেত; কিন্তু এতে পাইরেসি হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই এভাবে তাঁরা কাউকে চলচ্চিত্র প্রদর্শন করতে দেননি।
ছবির গল্পে দেখা যাবে, একটি প্রভাবশালী মহলের হাতে খুন হয় মাহির প্রেমিক। সেই হত্যার প্রতিশোধ নিতেই মাহি হয়ে ওঠে অগ্নি। একে একে সে খুঁজে বের করে হত্যাকারীদের আর শাস্তি দেয় নিজের হাতেই। এই প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তার সহযোগী হয় কলকাতার নায়ক ওম। একপর্যায়ে মাহির প্রেমে পড়ে যায় ওম। কিন্তু মাহি কি শেষ পর্যন্ত ওমের প্রেমে পড়ে? নাকি নিহত প্রেমিকের প্রেমেই মজে থাকে মাহি? এমনই একটি কাহিনী নিয়ে তৈরি হয়েছে রোমান্টিক অ্যাকশন ধাঁচের ছবি ‘অগ্নি-২’।
এই ছবিতে অভিনয় করেছেন অমিত হাসান, আশীষ বিদ্যার্থী, টাইগার রবি প্রমুখ। ছবির গান লিখেছেন আবদুল আজিজ ও প্রিয় চট্টোপাধ্যায়। এতে কণ্ঠ দিয়েছেন নেহা কাক্কর, আকাশ, মোহাম্মদ ইফরান ও লেমিস।