শিশুদের ‘ইচ্ছে ঘুড়ি’ আসছে ঈদে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের নিয়মিত সম্প্রচারিত শিশুতোষ বিনোদনমূলক অনুষ্ঠান ‘হৈচৈ কিচিরমিচির’ অনুষ্ঠানকে বিশেষ আঙ্গিকে সাজানো হয়েছে ‘ইচ্ছে ঘুড়ি’ নামে। অনুষ্ঠানটিতে থাকবে শিশুদের দলীয় নৃত্য, সংগীত, ম্যাজিক শো, শিশুদের অংশগ্রহণে বর্ণিল ফ্যাশন শো, ফ্যাশন ফটোশুটসহ নানা আয়োজন।
অনুষ্ঠানটি পাঁচ পর্বে ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা ১৫ মিনিটে প্রচারিত হবে। পাঁচ পর্বের অনুষ্ঠানের দুই পর্ব ধারণ করা হয়েছে সোনালি ঐতিহ্যের নগরী বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁর বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং পানাম সিটির বিভিন্ন লোকেশনে ও রাজধানীর উত্তরার ফ্যান্টাসি আইল্যান্ডে। এ ছাড়া অন্য তিনটি পর্ব স্টুডিওর সুদৃশ্য সেটে ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আমাদের দেশীয় ঘরানার ফ্যাশন শো এবং ফ্যাশন ফটোশুটে শিশুদের বর্ণিল পোশাক সরবরাহ করেছে জনপ্রিয় ফ্যাশন হাউস দেশাল, অঞ্জন’স এবং কে-ক্র্যাফট। এ ছাড়া ওয়েস্টার্ন ঘরানার পোশাকের বাহারি সাজে ফ্যাশন শোতে দেখা যাবে শিশু-কিশোরদের, যেগুলো সরবরাহ করেছে ব্র্যান্ড ‘আন্দ্রেই’।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে ফ্যাশন শো এবং ফ্যাশন ফটোগ্রাফি পরিকল্পনা করেছেন এস আলম। কোরিওগ্রাফি এবং কম্পোজিশন করেছেন এডলফ খান। ওয়েস্টার্ন ঘরানার পোশাক পরিকল্পনা করেছেন এস আলম এবং সিরাজুন মনিরা তৃণা।
লিখন রায়, এম আর ওয়াসেক, আইরিন পারভীনসহ দেশের স্বনামধন্য নৃত্যশিল্পীদের পরিচালনায় শিশুদের দলীয় নৃত্য কম্পোজিশন করা হয়েছে। সংগীত পরিবেশন করেছে ‘গীতিমায়া’ সংগীতালয়ের শিশু শিল্পীরা। অনুষ্ঠানে ম্যাজিক প্রদর্শন করবে কিশোর জাদুশিল্পী অর্ণিল রাব্বী।
ঈদের অনুষ্ঠান হিসেবে ‘ইচ্ছে ঘুড়ি’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ আলম। শুভ্র বাড়ৈয়ের শিল্প নির্দেশনায় চিত্রগ্রহণ করছেন আসাদ আলী, অনিমেষ হাওলাদার, ওয়াহেদুল ইসলাম, জাহিদ হোসেন, মুজিবর রহমান, আহসান হাসিব প্রমুখ। অনুষ্ঠানের স্টিল ফটোগ্রাফি করেছেন কাজী নিশান হাসান বাঁধন। সম্পাদনা করেছেন রাজীব খান, শিহাব মাহমুদ, সেতু পোদ্দার, সৌমিত্র সাহা, কামাল পাশা; গ্রাফিক্স করেছেন হাসান পারভেজ এবং আবহ সংগীত করেছেন এস আলম।