‘ধোনির স্ত্রী’ পরিণীতি?

ভারতের তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে তৈরি করা হচ্ছে এক বিগ বাজেট বায়োপিক সিনেমা। ধোনির চরিত্রে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। তবে ধোনির স্ত্রী সাক্ষী রাওয়াতের চরিত্রে কে অভিনয় করছেন, এটি এখনো নিশ্চিত নয়। এনডিটিভির খবরে জানা গেল, পরিণীতি চোপড়াকে দেখা যেতে পারে এই ভূমিকায়!
এই খবর অবশ্য এখনো পাকাপাকি নয়। পরিণীতির মুখপাত্রও পেশাদারি বাধ্যবাধকতায় এ বিষয়ে একদমই স্বীকার করেননি কিছুই। তবে বলিউডের আকাশে-বাতাসে যেকোনো গুজবের কিছু না কিছু ভিত্তি তো থাকেই। পরিণীতিকে নিয়ে যে নির্মাতারা ভেবেছেন, তা নিয়ে সংশয় নেই মোটেও।
এই চরিত্রের জন্য এখন পর্যন্ত বলিউডের বাঘা বাঘা সব নায়িকার নাম এসেছে আলোচনায়। এর মধ্যে ছিলেন আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর ও কৃতী সানন। ছবির কাজও শুরু হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যেই। এমন অবস্থায় পরিণীতির নাম যখন আলোচনায় এসেছে, তখন বিষয়টি নিয়ে একটু বাড়তি আগ্রহ নিয়ে ভাবতেই পারেন বলিউড ভক্তরা।
পরিণীতির অন্তর্ভুক্তির বিষয়টিকে একেবারেই গুজব হিসেবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আরেকটি কারণে। সুশান্তের সঙ্গে পরিণীতির জুটি এই প্রথম নয়, আর তাঁদের অন-স্ত্রিন কেমিস্ট্রিও দর্শকের কাছে পরীক্ষিত, প্রশংসিত। ২০১৩ সালে মনিশ শর্মার রোমান্টিক কমেডি ‘শুদ্ধ দেশি রোমান্স’-এ জুটি বেঁধেছিলেন এই দুই তারকা।
এই বায়োপিকের নাম ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’। পেশাদার ক্যারিয়ার ছাড়াও ধোনির ব্যক্তিগত জীবন এবং স্ত্রী সাক্ষীর সাথে সম্পর্কের বিষয়গুলো থাকবে এই ছবিতে। ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মহেন্দ্র সিং ধোনি এবং সাক্ষী রাওয়াত।
ধোনিকে নিয়ে এই ছবিটি নির্মাণ করছেন নিরাজ পাণ্ডে। এ বছরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও তা আগামী বছরে গড়াবার সম্ভাবনাই বেশি।