এফডিসিতে চলছে ইফতার পার্টি

রোজার শেষদিকে এখন সব জায়গাতেই দেখা যাচ্ছে ইফতার পার্টির ধুম। চলচ্চিত্র সংশ্লিষ্টরাও এর বাইরে নন। সারা বছরই শুটিং নিয়ে ব্যস্ততা থাকে তাদের, তাই রোজার মাসে ইফতার পার্টির মাধ্যমে সবাই একসঙ্গে হওয়ার একটি সুযোগ পান। তারকা, কলাকুশলী, পরিচালক, প্রযোজক সবাই বিষয়টিকে পুনর্মিলনী হিসেবেও বিবেচনা করেন।
গতকাল ১০ জুলাই শুক্রবার এফডিসির এক নম্বর শুটিং ফ্লোরে সহকারী পরিচালকদের সংগঠন সিডাবের ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে পরিচালক, শিল্পীসহ এফডিসির সব সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিচালক সমিতির সহসভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘আমাদের একজনের সাথে আরেকজনের দেখা হয় না। কারণ আমি যখন কক্সবাজারে শুটিং করি, তখন আরেকজন পুবাইল শুটিং করছে। এ ধরনের আয়োজনে আমরা একসঙ্গে হতে পারি।’
সিডাব এফডিসির অন্যতম একটি সংগঠন। গত মাসে তাদের নতুন কমিটি কাজ শুরুর পর এবারই প্রথম ইফতার মাহফিলের আয়োজন করেছেন তারা। এই আয়োজনে সংগঠনটির সভাপতি এস আই ফারুক সিডাবের ভূমিকা প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে সিডাব ভূমিকা রাখবে। হিন্দি চলচ্চিত্রের বিরুদ্ধে আন্দোলন বা আইনি লড়াইয়ে যে ভূমিকা রেখে চলেছে, সামনেও চলচ্চিত্রের যে কোনো বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করবে এই সংগঠন।’ ইফতার মাহফিলে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের সবাইকে এ সময় সভাপতি ফারুক ধন্যবাদ জানান।
এদিকে আজ ১১ জুলাই শনিবার বাংলাদেশ শিল্পী সমিতির আয়োজনে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। নায়ক শাকিব খান নিজেই ইফতারের তদারকি করছেন। এফডিসির দুই নম্বর শুটিং ফ্লোরে এই ইফতার অনুষ্ঠিত হবে। যে কারণে বন্ধ রাখা হয়েছে কয়েকটি ছবির শুটিং। এই ইফতারে শিল্পীদের পাশাপাশি প্রযোজক, পরিচালক ও সব কলাকুশলীকে আমন্ত্রণ জানিয়েছেন শিল্পী সমিতির সভাপতি ও নায়ক শাকিব খান।