স্ক্রিপ্ট নয় পরিচালক বেছে কাজ করেন নওয়াজউদ্দিন

ওয়াসিপুরের ফয়জাল খান কিংবা কাহানির ইন্সপেক্টর খান। যখন যে চরিত্র পেয়েছেন সেটাই মন দিয়ে করেছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। শুরুটা হয়েছিল মাত্র তিন-চার সেকেন্ডের পার্শ্বচরিত্র দিয়ে। হাল ছাড়েননি, মাটি কামড়ে পড়েছিলেন বলিউডে। অবশেষে সু-অভিনেতার স্বীকৃতি পেয়েছেন আর নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছেন পরিচালকদের কাছে।
কিন্তু কী দেখে ছবি বাছাই করেন নওয়াজউদ্দিন? গুণী এই অভিনেতা বলেন, ‘একজন ভালো পরিচালক সাধারণ কিংবা খারাপ একটা স্ক্রিপ্টের মধ্যেও জাদু তৈরি করতে পারেন কিন্তু একজন বাজে পরিচালক একটা ভালো স্ক্রিপ্টকেও নষ্ট করে ফেলতে পারেন।’
ঈদে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ছবি ‘বজরঙ্গি ভাইজান’। এতে পাকিস্তানি সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন। সে প্রসঙ্গেই সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, পরিচালক ভালো হলেই ছবি করেন তিনি। গল্প তাঁর কাছে মুখ্য নয়।
এনডিটিভিকে নওয়াজউদ্দিন বলেন, ‘অনেকেই বলে থাকেন স্ক্রিপ্ট বেশি গুরুত্বপূর্ণ। কিছু কিছু ক্ষেত্রে সেটার সঙ্গে আমিও একমত। কিন্তু আমি মনে করি, চিত্রনাট্যের চেয়ে একজন পরিচালক বেশি গুরুত্বপূর্ণ। আমি পরিচালকের ওপরই বেশি গুরুত্ব দেই।’
‘বজরঙ্গি ভাইজান’ ছবির পরিচালক কবির খানের সঙ্গে এর আগে ‘নিউইয়র্ক’ এবং ‘কিক’ ছবিতে কাজের অভিজ্ঞতা রয়েছে নওয়াজের। সেটা উল্লেখ করেই নওয়াজ বলেন, ‘আমি কবিরের কাজের ধরন বুঝি এবং সেভাবে অভিনয়টা করতে পারি।’
নিজের চরিত্র সম্পর্কে নওয়াজ বলেন, ‘আমার জন্য সবচেয়ে কঠিন কাজটা হচ্ছে আমাকে যে চরিত্র দেওয়া হচ্ছে সেটার প্রতি সৎ থাকা। আমি যে চরিত্রে অভিনয় করছি, সেটাকে নিজেকে বিশ্বাসযোগ্য করে তোলার সর্বাত্মক চেষ্টা করি আমি।’
ঈদ উপলক্ষে আগামী ১৭ জুলাই ভারতে মুক্তি পাবে বজরঙ্গি ভাইজান।