ছিটমহল নিয়ে চলচ্চিত্র ‘শেষ প্রহর’

ভারত ও বাংলাদেশের ছিটমহলের অধিবাসীরা নামমাত্রই নাগরিক ছিলেন এতদিন। নাগরিকের সুযোগ-সুবিধা থেকে সব সময়ই বঞ্চিত তাঁরা। এই ছিটমহলবাসী নাগরিকদের দুঃখ-দুর্দশা, জীবনপ্রবাহের টানাপড়েন নিয়ে চলচ্চিত্র তৈরি করছেন পরিচালক এইচ আর হাবিব। ‘শেষ প্রহর’ নামে এ ছবির প্রধান তিনটি চরিত্রে দেখা যাবে শিমুল খান, মৌসুমী হামিদ ও জান্নাতুল ফেরদৌস পিয়াকে। আগামী অক্টোবর- নভেম্বর মাসের দিকে ছবির শুটিং শুরু হবে।
‘শেষ প্রহর’ ছবি প্রসঙ্গে অভিনেতা শিমুল খান বলেন, ‘এটি মূলত একটি দেশপ্রেমের ছবি। ছিটমহলে বসবাসকারী একটি হিন্দু পরিবারের জীবনপ্রবাহের টানাপড়েন নিয়ে এর কাহিনী আবর্তিত হয়েছে। ছবিটিতে আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন মৌসুমী হামিদ। আর আমার বিধবা বোনের চরিত্রটি করবেন জান্নাতুল ফেরদৌস পিয়া।’
এইচ আর হাবিব পরিচালিত প্রথম ছবি ‘রূপগাওয়াল’ মুক্তি পায় ২০১৩ সালে। এবার ছিটমহলবাসীর দুঃখ-দুর্দশা বড় পর্দায় ফুটিয়ে তুলবেন তরুণ এ নির্মাতা। ‘শেষ প্রহর’ ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।
এদিকে বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন বলে জানালেন শিমুল খান। ছবিগুলোর কোনোটিতে কেন্দ্রীয় চরিত্র, আবার কোনোটিতে খল চরিত্রে দেখা যাবে তরুণ এ অভিনেতাকে। এ মুহূর্তে ‘শেষ চুম্বন’, ‘মুসাফির’, ‘ভালোবাসার গল্প’, ‘মাসুম’, ‘সম্রাট’সহ বেশ কয়েকটি ছবির শুটিং করছেন শিমুল খান।
এ ছাড়া তাঁর হাতে রয়েছে ‘রাত্রির যাত্রী’, ‘মেন্টাল’ ও ‘শূন্য’ ছবির কাজ। শিমুল অভিনীত তিনটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। সেগুলো হলো ইফতেখার চৌধুরীর ‘ওয়ান ওয়ে’, রিকিয়া মাসুদোর ‘স্টোরি অব সামারা’ এবং মোস্তাফিজুর রহমান মানিকের ‘চুপি চুপি প্রেম’।