ঈদে আসছে ফেরদৌস ওয়াহিদের মিউজিক ভিডিও

প্রতিবছরের মতো এ বছরের ঈদেও চ্যানেল আই আয়োজন করছে জিল্লুর রহমানের উপস্থাপনায় ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানে একটি মিউজিক ভিডিওর নির্দেশনা দেবেন বাংলা পপসংগীতের জীবন্ত কিংবদন্তি শিল্পী ফেরদৌস ওয়াহিদ। গানের সঙ্গে পারফর্ম করবেন মডেল ও উপস্থাপক অপু রিনো ও মৌরিতা।
‘সাথী আমার সাথী’ শিরোনামে গানটির কথা লিখেছেন ফেরদৌস ওয়াহিদ নিজেই। গানটিতে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তমালিকা বর্মণ। সুর ও সংগীতায়োজন করেছেন সাদিদ আইয়ুব। ‘ভালোবাসার বাংলাদেশ’ অনুষ্ঠানটি ঈদের দিন রাতে চ্যানেল আইতে প্রচারিত হবে।
ফেরদৌস ওয়াহিদ বর্তমানে চলচ্চিত্র নির্মাণে ব্যস্ত সময় পার করছেন। ‘অসহায় মা’ নামে ছবিটির গল্পের কাজ চলছে। ছবিটিতে নতুন নায়ক-নায়িকা নিয়ে তিনি কাজ করবেন বলে জানান। কিছুদিনের মধ্য একটি বড় অনুষ্ঠান করে তাঁদের সবার সামনে পরিচয় করে দেবেন বলে জানান ফেরদৌস ওয়াহিদ।
ফেরদৌস ওয়াহিদ এনটিভি অনলাইনকে আরো বলেন অসহায় মা’ বাংলাদেশের মৌলিক গল্পের একটি ছবি হবে। তবে এ বিষয়ে আর কিছু বলতে রাজি হননি। ঈদের আগেই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে এনটিভি অনলাইনকে জানান তিনি।