সত্ত্বার কাজ শুরু করছেন শাকিব ও পাওলি

আগামী সপ্তাহে আবারও শুরু হচ্ছে হাসিবুর রেজা কল্লোলের ‘সত্ত্বা’ ছবির দ্বিতীয় পর্যায়ের শুটিং। ৭, ৮ ও ৯ জুলাই এই তিনদিন ঢাকার আশপাশের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হবে। এবারের এই শুটিংয়ে নায়ক শাকিব খান অংশ নিলেও থাকছেন না নায়িকা পাওলি দাম।
পরিচালক কল্লোল বলেন, ‘বাংলাদেশের একমাত্র নায়ক শাকিব, তিনি সারা বছর কোনো না কোনো ছবির শুটিং করেন। মাঝে নায়ক শাকিব খান ঈদের ছবি নিয়ে ব্যস্ত থাকায় আমরা শিডিউল পাচ্ছিলাম না। এবার তিনদিনের শিডিউল দিয়েছেন শাকিব। বিশেষ কারণে তিনদিনের বেশিও হতে পারে শুটিং। কারণ শাকিব শিডিউল দেওয়ার পর আরো কয়েক দিন বাড়িয়ে নেওয়ার জন্য কথা হয়েছে। শুটিং হবে মূলত শাকিব খানকে ভিত্তি করে। আগামী কোরবানির ঈদের পর নায়িকা পাওলি দামের আসার কথা রয়েছে। এই ছবিতে পাঁচটি গান আছে, কোরবানির ঈদের পর গানের শুটিং শেষ করতে চাই। সবগুলো গানের সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।’
পরিচালক কল্লোল আরো বলেন, ‘এরই মধ্যে ‘সত্ত্বা’ নিয়ে মানুষের মাঝে আগ্রহ দেখা গেছে। আশা করি আমরা ভালো একটা কাজ দর্শকদের উপহার দিতে পারব। সব ঠিক থাকলে আমরা চলতি বছরেই ছবিটি মুক্তি দিতে পারব।’
‘সত্ত্বা’র গল্প গড়ে উঠেছে সোহানী হোসেনের কাহিনী অবলম্বনে। ছবিটিতে শাকিবের সহশিল্পী হিসেবে একজন পতিতার চরিত্রে অভিনয় করছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম।
শাকিব খান ও পাওলি দাম ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করছেন আহমেদ রুবেল, শামীমা নাজনীন, রিনা খান, শিমুল খান, ডন, কাবিলাসহ আরো অনেকে।