জ্যাকলিনের কাজে বরুণের জ্বালাতন!

কাজ করতে গিয়ে তারকারা একে অন্যকে সাহায্য করেন প্রায়ই। তবে এ ব্যাপারে বরুণ ধাওয়ানের পরিচিতি একটু উল্টো রকমের। হাসিঠাট্টা আর জ্বালাতন করে সেটের কাউকেই কাজ করতে দেন না তিনি। এনডিটিভির খবরে জানা গেল, কয়েক দিন আগে এমনই জ্বালাতন করেছেন তিনি সহশিল্পী জ্যাকলিন ফার্নান্দেজকে।
জ্যাকলিন অবশ্য বরুণের এই জ্বালাতনে তেমন চটেছেন বলে মনে হয় না। উল্টো হাসিখুশি এক গ্রুপ ছবি আপলোড করেছেন টুইটারে। জানিয়েছেন, সবাই কাজ করতে চাই্ছিল, তিনিও চাইছিলেন। কিন্তু বরুণ ধাওয়ানের যন্ত্রণায় কারোই কাজ করা হয়ে ওঠেনি তেমন!
এমন ঘটনা ঘটেছে রোহিত শেঠির নতুন ছবি ‘ঢিশুম’-এর সেটে। এই অ্যাকশন কমেডি ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে। সঙ্গে রয়েছেন বরুণ ধাওয়ান ও জ্যাকলিন ফার্নান্দেজ। ‘ঢিশুম’-এর মাধ্যমেই রোহিত শেঠির সঙ্গে প্রথমবারের মতো কাজ করছেন বরুণ ধাওয়ান।
শুধু তা-ই নয়, এই ছবির সঙ্গে সঙ্গে দীর্ঘ পাঁচ বছর পর বড় পর্দায় ফিরে আসছেন অভিনেতা অক্ষয় খান্না। ২০১০ সালে ‘তিস মার খান’ ছবির পর তাঁকে আর সেভাবে দেখা যায়নি বড় পর্দায়।
‘ঢিশুম’ ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। আগামী বছরের ১৫ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।