শহিদ কাপুরের বিয়ের কার্ড ফাঁস

এরপরও কি আর বলিউডের চিরাচরিত ব্যাকরণ মেনে কোনো কিছু গোপন করা যায়? শহিদ কাপুরের আর যাই হোক, সে অবস্থা নেই। বিয়ের তারিখ জানাতে চাচ্ছিলেন না, শেষটায় তার বিয়ের কার্ডটিই চাউর হয়ে গেছে অনলাইনে। অবশ্য এনডিটিভির খবর থেকে এও জানা গেল যে এ নিয়ে শহিদ আর নতুন করে চটেননি। হাজার হোক বিয়ের ব্যাপার!
যাঁরা শহিদ কাপুরের বিয়ের চূড়ান্ত দিন-তারিখ-ঠিকানা জানার জন্য আগ্রহী ছিলেন, তাঁদের আর কল্পনায় রং চড়ানোর দরকার নেই। গ্রিস, পাঞ্জাব কিংবা হরিয়ানার কোনো খামারবাড়িতে নয়, গুরগাঁওয়ের বিলাসবহুল ওবেরয় হোটেলেই শহিদ কাপুর-মিরা রাজপুতের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হতে যাচ্ছে ঠিক এক সপ্তাহ পরেই, ৭ জুলাই।
মঙ্গলবার রাতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে জমকালো বিয়ের কার্ডটির ছবি। বিয়ের দিন-তারিখ না জানানোর চেষ্টা কম করেননি শহিদ, তবে কতদিনই বা আর পারা যায়! টুইটারে প্রকাশ হওয়ার পর এই নিয়ে আর কোনো নতুন কথা বলেননি শহিদ বা তাঁর পরিবারের কেউই।
কিছুদিন আগে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শহিদ কাপুর বিয়ের দিন-তারিখ নিয়ে জিজ্ঞাসা আর সব গুজব হাওয়ায় উড়িয়ে দেন। ‘এটা খুব মজার ব্যাপার যে আমার বিয়ে নিয়ে লোকে আমার চেয়েও বেশি জানে। আমি বলতে চাই যে আমি আমার ছবির ব্যাপারে সবাইকে সময়মতো জানাব, তেমনি আমার ব্যক্তিগত জীবনের হালনাগাদ খবরও সবাইকে জানাব; তবে সেটা সময়মতো’-এভাবেই বিয়ের বিষয় নিয়ে আলাপ এড়িয়ে গিয়েছিলেন শহিদ।
তবে আর যাই হোক, এই কার্ড দেখার পর নতুন করে কল্পনা বা অনুমানের আর কোনো প্রয়োজন কারো নেই আপাতত। তবে বিয়েতে কে আসবেন বা কী কী হতে পারে, তা নিয়েও হয়তো জোর অনুসন্ধান চালাবে সামাজিক মাধ্যম বা পত্রপত্রিকাগুলো। এখন তো এসবেরই সময়!