চাষী নজরুল ইসলামের ‘অন্তরঙ্গ’ সেন্সরে

গত ২৫ জুন সেন্সর বোর্ডে জমা পড়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদক পাওয়া চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম পরিচালিত শেষ দুটি চলচ্চিত্রের একটি ‘অন্তরঙ্গ’। আগামী ২ জুলাইয়ের মধ্যে ছাড়পত্র পেলে আগামী সপ্তায় ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘অন্তরঙ্গ’ ছবিতে অভিনয় করেছেন আলিশা, ইমন, অমিত হাসান, দিতি, অরুণা বিশ্বাস প্রমুখ। এই ছবির গল্পে দেখা যাবে, আলিশা সৎমায়ের অত্যাচার সইতে না পেরে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় আসে। এরপর সে মাদকাসক্ত হয়ে পড়ে এবং এমনই এক অবস্থায় বন্ধুত্ব হয় ইমনের সঙ্গে। এক ঘটনায় আলিশা জ্ঞান হারালে ইমন তাকে বাধ্য হয়ে হোটেলে নিয়ে যায়। রাতে তাদের পুলিশ আটক করলেও পরে ছেড়ে দেয়। এ ঘটনার পর তাদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে গড়ায়। তবে পরিণতির দিকে সহজেই এগোয় না তাদের প্রেম। কারণ ঘটনাচক্রে স্মৃতিশক্তি হারায় আলিশা। আর এখান থেকেই শুরু হয় আরেক টানাপড়েন। আবারও সৎমায়ের আবির্ভাব ঘটে আলিশার জীবনে। বন্ধু ও প্রেমিক ইমনকে আর আলিশা চিনতে পারে না। এমনই একটি প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘অন্তরঙ্গ’ ছবির আবহসংগীত করেছেন ইমন সাহা।
এ প্রসঙ্গে আলিশা বলেন, “আমি খুবই আনন্দিত যে আমার অভিনীত ‘অন্তরঙ্গ’ চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা পড়েছে। আশা করছি, চলচ্চিত্রটি আনকাট সেন্সর সার্টিফিকেট পাবে। সব ঠিক থাকলে আসছে ঈদের পরে চলচ্চ্চিত্রটি মুক্তি পাবে। আমি আশাবাদী আমার প্রথম চলচ্চিত্র দিয়েই আমি দর্শকদের মনে জায়গা করে নিতে পারব।”
চাষী নজরুল ইসলাম পরিচালিত দ্বিতীয় ছবি ‘ভুল যদি হয়’। ছবির কাজ এখনো চলছে। সদ্য প্রয়াত চাষী নজরুল ইসলাম এ বছরই মারা যান ৭৪ বছর বয়সে। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি ব্যস্ত ছিলেন চলচ্চিত্র নির্মাণ নিয়ে। তাঁর নির্মিত ‘ওরা ১১ জন’ স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম কাহিনীচিত্র। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- সংগ্রাম, হাঙর নদী গ্রেনেড, মেঘের পরে মেঘ, দেবদাস, শুভদা, হাছন রাজা, শাস্তি প্রভৃতি।