প্রথমবারের মতো বিমানবালা চরিত্রে সুজানা

‘প্লেনে শুটিং করা অনেক কঠিন। আমরা বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত প্লেনের ভেতর একটানা চার দিন শুটিং করেছি। গতকাল শুটিংয়ের ছিল শেষ দিন। শুটিংয়ের প্রথম দিন থেকে সবাই অনেক মজা করেছি। সেলফি তুলেছি, আড্ডা দিয়েছি প্রচুর। পিকনিক পিকনিক একটা আমেজ ছিল। ইউনিটের মাসুদ ভাই একপর্যায়ে বলেই দিলেন, আজ কিন্তু পিকনিক শেষ, কাজ করতে হবে মনোযোগ দিয়ে।’ গতকাল এয়ারপোর্টে কথাগুলো হাসিমুখে একটানা বললেন মডেল-অভিনেত্রী সুজানা জাফর।
আসছে ঈদ উপলক্ষে তানিম রহমান অংশু পরিচালিত ‘এয়ারবেন্ডার’ টেলিফিল্মে প্রথমবারের মতো বিমানবালা চরিত্রে অভিনয় করেছেন সুজানা। মজার ব্যাপার হলো, ছোটবেলায় সুজানা বিমানবালা হতে চেয়েছিলেন। ছোটবেলার স্মৃতিচারণ করে সুজানা বলেন, ‘ছবিতে যখন দেখতাম, বিমানবালারা সুন্দর করে সেজেগুজে প্লেনে করে দেশ-বিদেশে ঘুরে বেড়ায়, তখন মনে হতো—আমি যদি বিমানবালা হতে পারি, তাহলে আমিও অনেক দেশে ঘুরতে পারব। ছোটবেলার কথা মনে পড়লে এখন হাসি পায়। তবে এখন আমি প্লেন জার্নি একদম পছন্দ করি না। কারণ, সিটগুলোতে আরাম পাই না। কিন্তু বিমানবালার চরিত্রটি করে অনেক মজা পেয়েছি। বিদেশ জার্নি করতে গিয়ে বিমানবালাদের দেখেছি বহুবার। চরিত্রের প্রয়োজনে আমি নিজেই এখন বিমানবালা।’
‘এয়ারবেন্ডার’ টেলিফিল্মের গল্পে দেখা যাবে, সুজানা অবিবাহিত একজন সুন্দরী বিমানবালা। অনেক ছেলে-যাত্রী প্রেমের প্রস্তাব দিতে চায়, তাই সুজানা হাতে রিং পরে থাকে। সবাইকে দেখানোর জন্য যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। প্লেনের যাত্রী সায়েম সুজানার হাতের রিং দেখে খুব আহত হয়। সুজানাকে ইশারায় বারবার বোঝাতে থাকে, সে সুজানাকে পছন্দ করে। সুজানাও বিষয়টি বুঝতে পারে, কিন্তু সায়েমকে সত্যটা বলে না। প্লেনে তারিক আনাম খান, অপূর্ব, মিশু সাব্বির, টয়া, শার্লিন, মিথিলাসহ আরো অনেকেই যাত্রী থাকেন। নাটকে তাঁদের নাটকীয়তার গল্পও অনেক মজার। তবে শুরুর দিকে মজা লাগলেও নাটকের শেষ দৃশ্যগুলো খুব দুঃখজনক। কারণ, হঠাৎ করে প্লেনে ভাইরাস ছড়িয়ে পড়ে। শুরু হয় নতুন আরেক কাহিনী।’
পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশের কোনো টেলিফিল্মের শুটিং প্লেনে করা হয়েছে। অনেক শিল্পী নিয়ে কাজটি করেছি। আশা করছি, দর্শক এবার ঈদে ভিন্ন ধরনের একটি টেলিফিল্ম দেখবেন এবং এটা মনেও রাখবেন অনেক দিন।’
‘এয়ারবেন্ডার’ টেলিফিল্মটি প্রযোজনা করছেন শাহরিয়ার শাকিল। সব সময় প্রযোজনা করলেও প্রথমবারের মতো টেলিফিল্মের একটি বিশেষ চরিত্রে কাজ করেছেন তিনি। আসছে ঈদ উপলক্ষে ‘এয়ারবেন্ডার’ টেলিফিল্মটি এনটিভিতে প্রচারিত হবে।