বাবা অপূর্ব ও ছেলে আয়াশের জন্মদিন আজ

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের আজ জন্মদিন। মজার ব্যাপার হলো আজ অপূর্বের একমাত্র ছেলে আয়াশেরও প্রথম জন্মদিন। বাবা-ছেলের একই দিনে জন্মদিন হওয়ায় অনেক খুশি অপূর্ব। ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। শত ব্যস্ততার মাঝেও আজ সন্ধ্যায় কাছের কিছু মানুষকে নিয়ে আয়াশের প্রথম জন্মদিন পালন করবেন অপূর্ব।
অপূর্ব বলেন,‘ আমি অনেক খুশি। আয়াশের আজ প্রথম জন্মদিন। আমি শুটিং নিয়ে ব্যস্ত থাকার কারণে আমার স্ত্রী অদিতি আয়াশের সবসময় দেখাশোনা করেন। আমার ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।’
বাবা ও ছেলের জন্মদিন একই দিনে আবার ছোটবেলায় তারা দেখতেও একইরকম ছিলেন। বাবা দিবসে অপূর্ব ফেসবুকে তাঁর ছোটবেলার ছবি ও ছেলে আয়াশের ছবি পাশাপাশি পোস্ট করে লিখেন, ‘আমি তোমাকে যখন দেখি তখনেই চিন্তা করি কিভাবে তুমি আমার মতো দেখতে হলে? কী স্বর্গীয় উপহার আল্লাহ্ আমাকে দিয়েছেন! কখনোই জানবে না বাবার অনুভূতি কী? আমি গর্বিত।’