ঈদে আসছে মোশাররফ করিমের ‘শিক্ষা সফর’

মোশাররফ করিম ব্যতিক্রমধর্মী চরিত্রে অভিনয় করে দর্শক জনপ্রিয়তা পেয়েছেন। ঈদের নাটকে অভিনয় করে কাটছে তাঁর ব্যস্ত সময়। সম্প্রতি পলাশ মাহবুবের রচনায় ‘শিক্ষা সফর’ নাটকে মজার একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকটি পরিচালনা করছেন হাসান মোরশেদ।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা, শামীমা নাজনীন, আহসানুল হক মিনুসহ আরো অনেকে।
নাটক প্রসঙ্গে নাট্যকার পলাশ মাহবুব বলেন, “ আমরা সব সময় ভিন্ন ধারার গল্প নিয়ে কাজ করার চেষ্টা করি। ‘শিক্ষা সফর’ নাটকের গল্পেও দর্শকরা ভিন্নতা খুঁজে পাবেন।”
আসছে ঈদে ‘শিক্ষা সফর’ নাটকটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে।
নাটকের গল্পে দেখা যাবে, ‘আমেরিকার স্কলারশিপ পায় মিলি। কিন্তু স্কলারশিপের শর্ত মেনে আমেরিকা যাওয়ার মতো টাকা দেওয়ার কেউ নেই তার। সমাধান নিয়ে এগিয়ে আসে তার খালু। এলাকার চেয়ারম্যানের অর্ধশিক্ষিত ছেলে বোরহানেরও আমেরিকা যাওয়ার শখ। ঠিক হয় মিলির স্বামী সেজে বোরহানও যাবে আমেরিকা। বিনিময়ে মিলির খরচ দেবে বোরহান। গ্রাম থেকে মিলির চাচার বাসায় এসে ওঠে বোরহান। বোরহান মনে করে পৃথিবীতে টাকাই সব এবং টাকা দিয়ে সবকিছু হয়। শুরু হয় মজার মজার সব কাণ্ড।’