আজ এনটিভিতে নাটক ‘লিটমাস’

এনটিভিতে আজ দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘লিটমাস’। শাফায়েত মনসুর রানার রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, তিশা, চৈতি, সাজু খাদেম ও বাপ্পী আশরাফ।
নাটকটির গল্পে দেখা যাবে, স্বপ্নীল আর জলি দুজন কাজি অফিসে গিয়ে বিয়ে করে। দুজনের পরিবারের নানা জটিলতার কারণে প্রচলিত উপায়ে বিয়ের প্রস্তাব পাঠানো সম্ভব হয়নি। আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী ঘোষিত হওয়ার পরপর জলি প্রচণ্ড অপরাধবোধে ভুগতে শুরু করে।
কক্সবাজারের উদ্দেশে রওনা করে তারা। হঠাৎ করে ঘটে দুর্ঘটনা। স্বপ্নীল আর জলি দুজনেই আঘাত পায়। কিন্তু জলি আহত হয় বেশি। দুর্ঘটনার পর থেকে জলি কোনো কিছু মনে করতে পারে না, এমনকি স্বপ্নীলকে ঠিকমতো চিনতে পারে না সে।
অনেক চেষ্টা করেও জলির স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে না পেরে প্রচণ্ড হতাশ হয় স্বপ্নীল। কিন্তু থেমে থাকে না সে। চেষ্টা করে যায়। একদিন সকালে জলি স্বপ্নীলকে ঘুম থেকে ডেকে তুলে প্রশ্ন করে, হানিমুন কেমন হলো?