কিরগিজস্তান থেকে ফিরেছেন অমৃতা

দীর্ঘ প্রায় তিন মাস বিদেশ ভ্রমণের পর দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অমৃতা খান। কিরগিজস্তানে বাবার কাছে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পর আপাতত নতুন কোনো ছবিতে দেখা যাচ্ছে না অমৃতাকে।
কারণ হিসেবে অমৃতা বলেন, ‘আমার সামনে পরীক্ষা। শুটিংয়ের কারণে এরই মধ্যে এক বছর পিছিয়ে পড়েছি। আর পেছাতে চাই না। পরীক্ষার ঝামেলা শেষ করেই কাজে ফিরব। অক্টোবরে আমার পরীক্ষা শেষ হবে, এর আগে আর কোনো কিছু ভাবছি না। তবে সিনেমার কাজ দিয়ে আবার কাজে ফিরতে চাই।’
আগামী নভেম্বরের আগে অমৃতাকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না। গত বছর জুনে ‘গুন্ডা : দ্য টেরোরিস্ট’ ছবিতে শেষ কাজ করেছেন তিনি। অমৃতার প্রথম ছবি ‘গেইম’ হলেও, ছবি মুক্তির আগেই তিনি সালমান শাহ-মৌসুমী অভিনীত বিখ্যাত চলচ্চিত্র ‘অন্তরে অন্তরে’র রিমেকে ঝিনুক চরিত্রে অভিনয় করেন। এ পর্যন্ত তিনটি ছবি মুক্তি পেয়েছে এই নায়িকার- নীরবের বিপরীতে ‘গেইম’, শাহ রিয়াজের বিপরীতে ‘পাগলা দিওয়ানা’ ও তানভীরের বিপরীতে ‘গুন্ডা : দ্য টেরোরিস্ট’।