শিল্পী রানু দাশের শেষকৃত্য সম্পন্ন

চলচ্চিত্র, টিভি ও মঞ্চাভিনেত্রী রানু দাশ আর নেই। গতকাল রাত ৩টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। আজ বুধবার গ্রামের বাড়ি যশোরে এই গুণী শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ১০ লাখ টাকার আর্থিক সহযোগিতা হিসেবে প্রাইজবণ্ড পেয়ে তিনি বলেছিলেন, ‘আমার চিকিৎসার জন্য প্রয়োজন ৩০ লাখ টাকা। আমি পেয়েছি মাত্র ১০ লাখ টাকা। তাও আবার প্রাইজবন্ডের মাধ্যমে। যেখান থেকে প্রতি মাস আমি মাত্র ৯ হাজার টাকা পাব। আমার দুটো কিডনিতেই যে সমস্যা, তাতে একটি কিডনির সমাধান করতে হলে এককালীন ১০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা খরচ করার সামর্থ্য তো আমার নেই। এখন শুধু কিছু ওষুধ খেয়েই কোনো রকমে জীবনটাকে টিকিয়ে রেখেছি।’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান জানান, রানু দাশের মৃতদেহ এফিডসিতে নিয়ে আসার জন্য বলা হয়েছিল। কিন্তু সময় স্বল্পতার জন্য সম্ভব হয়ে ওঠেনি। তাঁর মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং শেষকৃত্যের কাজ যথাযথভাবে সম্পন্ন হয়েছে।
অমিত হাসান প্রধানমন্ত্রীর দেওয়া প্রাইজবন্ডের বিষয় উল্লেখ করে বলেন, ‘যেহেতু তিনি মারা গেছেন, সুতরাং এই অর্থটি তার পরিবারকে দিয়ে দেওয়া হলে ভালো হয়।’
একসময় বাংলা ছবিতে নিয়মিত মুখ ছিলেন রানু দাশ। ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘প্রতিঘাত’, ‘খোঁজ খবর’, ‘সোনার সংসার’সহ দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।