লম্বা বিরতির পর অভিনয়ে ফিরছেন ভাবনা
“‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের চিত্রনাট্য পাওয়ার পর খুব উত্তেজিত ছিলাম। ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর দেড় বছর ক্যামেরার সামনে আসিনি। কারণ একটাই, মতি নন্দীর ‘নয়নতারা’ চরিত্রের মধ্যে ডুবে ছিলাম। যদিও ছবির পরিচালক অনিমেষ আইচের ধারণা, নয়নতারার সঙ্গে বাস্তবে আমার অনেক মিল। আমিও ভেবে দেখলাম, কথাটা ভুল বলেননি তিনি। নয়নতারা পরিবারের খুব আদুরে একটা মেয়ে। আমিও ঠিক সে রকম। শুধু মিল থাকলে কি চলবে? চলচ্চিত্রের চরিত্র বলে কথা। তাই খুব ভালোভাবে চরিত্রটাকে রপ্ত করেছি। যেহেতু নয়নতারা কোমল মনের অধিকারী, এই চরিত্রে অভিনয় করার পর আমি আরো বেশি কোমল হয়েছি।” কথাগুলো বলছিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
চিত্রপরিচালক হাবিবুল ইসলাম হাবিবের মেয়ে ভাবনা। বাবার অনুপ্রেরণায় মিডিয়ায় যাত্রা শুরু করেন তিনি। পরিচালকের মেয়ে বলে কথা। তাই ঠান্ডা মাথায় সবকিছু ভেবেচিন্তে কাজ করতে পছন্দ করেন ভাবনা। বেছে বেছে কাজ করতে আগ্রহী তিনি।
শুধু পরিচালক, গল্প, চরিত্র ভালো হলে চলবে না। প্রোডাকশনের সবকিছু দারুণ হতে হবে এবং ভাবনার মনমতো হতে হবে। এমনটিই দাবি করেন তিনি। ‘ভয়ংকর সুন্দর’ ছবির ভাবনার পোশাকগুলো ডিজাইন করেছেন অনিমেষ আইচ। কোন দৃশ্যে কী রঙের পোশাক পরতে হবে, সেটাও বলে দিয়েছেন তিনি।
ভাবনাও খুব যত্ন নিয়ে দেশ ও দেশের বাইরে থেকে পোশাকগুলো কিনেছেন এবং গাউনগুলোর ডিজাইন নিজে করেছেন। পোশাক কিনতে একটু সুবিধা হয়েছে, কারণ বাস্তবেও ভাবনা এ ধরনের পোশাক পরতে অভ্যস্ত। অভিনয়ে তো বিন্দুমাত্র ছাড় দেননি। একটি গানের শুটিংয়ে ২০টি পোশাক বদল করেছেন তিনি। গানের শুটিং এখনো কিছু বাকি আছে।
ভাবনা বলেন, ‘যেহেতু এই ছবিতে অভিনয় করার জন্য লম্বা একটা বিরতি নিয়েছিলাম, তাই ভেতরে ভেতরে কাজ করার ক্ষুধা বেড়ে গিয়েছিল। আমি একটু বোরিংও ফিল করেছি। শুটিং শুরু হওয়ার পর প্রাণ ফিরে পেয়েছি। তাই চেষ্টা করেছি, নিজের শ্রেষ্ঠ কাজটা দিতে। বাকিটা দর্শক বিচার করবেন।’
ভাবনার প্রথম ছবির নায়ক ঢালিউডের পরমব্রত। প্রথমবারের মতো বাংলাদেশের ছবিতে কাজ করছেন পরমব্রত। প্রথম ছবির কাজ করতে এসে সহশিল্পীর অভিনয় দেখে মুগ্ধ তিনি।
অনেক মেয়ে আছে, আধুনিক যুগেও তারা অনেক সরল। জীবন-জগৎ সম্পর্কে কিছুই বোঝে না। ঠিক এ রকম একটি ভদ্র-নম্র চরিত্র নয়নতারা।
নয়নতারাকে দেখে দর্শকের মনে কি খেলা করবে? প্রশ্ন শুনে ভাবনা বলেন, ছবির গল্পজুড়ে নয়নতারার গল্প। দর্শকের মনে নয়নতারার সরলতা নিয়ে প্রশ্ন জাগবে।
নয়নতারা কতটুক সফল হবে? সেটা দেখার জন্য করতে হবে অপেক্ষা। অভিনেত্রী ভাবনাও আছেন সেই অপেক্ষায়!