জ্যাকি চ্যানের বিপরীতে ক্যাটরিনা

ক্যারিয়ারের সেরা সময় পার করছেন অনেক দিন ধরে। বলিউড ছাড়িয়ে অন্য কোনোদিকে এতদিনেও যাননি ক্যাটরিনা, এটাই তো বিস্ময়। অবশেষে ভিনদেশি ছবিতে আসছেন ক্যাটরিনা, কুংফু মাস্টার জ্যাকি চ্যানের বিপরীতে দেখা যাবে তাঁকে। ফিল্মফেয়ারের খবরে জানা গেল, এই ছবি পরিচালনা করবেন হংকংয়ের স্ট্যানলি টং।
ছবির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। কাস্টিং থেকে শুরু করে শুরুর আগের সব কিছু এরই মধ্যে ঠিকঠাক হয়ে গেছে। ছবির নাম হবে ‘কুং ফু ইয়োগা’। ক্যাটরিনা কাইফকে দেখা যাবে একটি চীনা বিশ্ববিদ্যালয়ের ভারতীয় অধ্যাপকের চরিত্রে। জ্যাকি চ্যান অভিনয় করবেন একজন চীনা প্রত্নতত্ত্ববিদের ভূমিকায়। মগধ যুগের গুপ্তধন আবিষ্কারের জন্য ছবিতে ক্যাটরিনার সাহায্য চাইবেন জ্যাকি চ্যান। দুজনের যৌথ প্রয়াসে ফুটে উঠবে মগধ যুগের রাজা বিম্বিসারার গুপ্তধনের কাহিনী। টাইম ট্রাভেলিংয়ের মাধ্যমে দুজনে পাড়ি দেবেন রাজা বিম্বিসারার সেই সাম্রাজ্যে।
এ বছরের মে মাসের দিকেই জ্যাকি চ্যান জানিয়েছিলেন, ভারতীয়দের সাথে মিলে একটি যৌথ উদ্যোগের কাজ করতে চান তিনি। তারপরই জুড়ি মিলল ক্যাটরিনার সাথে। এ ছবিতে ক্যাটরিনাকেও জ্যাকির পাশাপাশি বিভিন্ন স্ট্যান্ট করতে দেখা যাবে।
এখন শুধু ঘোষণার অপেক্ষা।