ইফতারে কুসুমের পছন্দ ছোলার পোলাও, দইবড়া

চলছে পবিত্র রমজান মাস। রমজানে ঈদের কাজের চাপ একটু বেশি থাকে। তারপরও তারকাদের রোজা রেখেই শুটিং করতে হয়। জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার রোজা রাখার চেষ্টা করেন। ঈদের নাটকের কাজ করে ব্যস্ত সময় পার করছেন এই অভিনয়শিল্পী। তাই প্রায়ই বাইরে অর্থাৎ শুটিং ইউনিটেই ইফতার করতে হয় তার। জানতে ইচ্ছা হতেই পারে, এই তারকা ইফতারে কী খেতে পছন্দ করেন? মায়ের রান্না করা ছোলার পোলাও আর শ্বাশুড়ির হাতে বানানো দই বড়া ইফতারে খেতে পছন্দ করেন কুসুম।
নিজে বাসার সবার জন্য ইফতার বানান কি না প্রশ্ন করতে কুসুম শিকদার বলেন, ‘শুটিং থেকে ফেরার পর অনেক ক্লান্ত থাকি। তাই তেমন কিছু রান্না করার সময় পাই না। তবে ঝটপট সবার জন্য লাচ্ছি বানাই। আর লাচ্ছি বানানো কিন্তু খুব সহজ। আমি এটা খুব ভালো পারি।’
রোজার মাসে শুটিং, ইফতার এগুলো থাকেই- এর পাশাপাশি থাকে শপিং করার চাপ। ঈদের শপিং কীভাবে সামলান কুসুম? জানা গেল, সারা বছর অনেক কেনাকাটা করার কারণে ঈদের জন্য বিশেষভাবে কেনাকাটা কখনো করেন না জনপ্রিয় এই অভিনেত্রী। সবার জন্য উপহার কিনলেও নিজের জন্য এবারও বিশেষ কিছু কিনবেন না বলে পণ করেছেন কুসুম শিকদার।