মাহির চরিত্রে অভিনয় করছেন কে?

বর্তমানে কোনো ছবির শুটিং করছেন না আলোচিত নায়িকা মাহিয়া মাহি। কিন্তু শোনা যাচ্ছে, নিজের জীবনীভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এই খবর অবশ্য ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়। কিন্তু এই ছবিতে অভিনয়ের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন মাহিয়া মাহি।
কদিন আগেই এনটিভি অনলাইনকে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু জানিয়েছিলেন, ‘মাহি’ নামের একটি ছবি বানানো হবে। যার নায়িকা হবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই ছবির কাহিনীতে মাহির জীবনকেই ফুটিয়ে তোলা হবে বলে জানান প্রযোজক। ছবিতে নায়ক হিসেবে শাকিব খানের থাকার কথাও বলেন তিনি। এ বিষয়ে মাহির সঙ্গে চুক্তির কথাও নিশ্চিত করেন খোরশেদ আলম খসরু।
মাহি এ প্রসঙ্গে একটি পত্রিকাকে বলেছেন, ‘চুক্তি তো দূরের কথা, এমন কোনো প্রস্তাবই তিনি পাননি’! তিনি আরো বলেন, ‘এ ধরনের কোনো সিনেমার আলোচনা আমার সঙ্গে হয়নি। আর আমার অভিনয় জীবনে এখনো এমন কোনো কিছু ঘটেনি, যার জন্য চলচ্চিত্র নির্মাণ করতে হবে। কেউ আমাকে সম্মান জানিয়ে এমন পরিকল্পনা করে থাকলেও এ বিষয়ে আমি আপাতত আগ্রহী নই।’
বাংলাদেশ পরিচালক সমিতি থেকে এই বিষয়ে জানা যায়, গত কয়েকদিন আগে প্রযোজক ও পরিচালক খোরশেদ আলম খসরু নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নামে ‘মাহি’ চলচ্চিত্র নির্মাণের অনুমতি নিয়েছেন। নায়ক-নায়িকা কে থাকছেন সেটা পরিচালক ঠিক করবেন। তবে বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক সমিতির নিয়ম অনুযায়ী ‘মাহি’ নামের চলচ্চিত্র একমাত্র পরিচালক খোরশেদ আলম খসরু ছাড়া আর কেউ বানাতে পারবেন না।
মাহি যদি অভিনয় না করেন, তাহলে ‘মাহি’ শিরোনামের ছবিতে অভিনয় কে করছেন এটাই এখন মূল প্রশ্ন। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন মাহিয়া মাহি। এরপর নিয়মিত জাজ মাল্টিমিডিয়ার ছবিতে কাজ করেছেন মাহি। একের পর এক ব্যবসাসফল ছবির মাধ্যমে ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। তথাকথিক একটি ভিডিওকে কেন্দ্র করে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় মাহির। এর পর থেকে কোনো ছবিতে কাজ করছেন না মাহি।