মাহির জীবন নিয়ে চলচ্চিত্র ‘মাহি’

নায়িকা মাহিয়া মাহি এবার অভিনয় করবেন নিজের চরিত্রেই। তাঁর জীবন নিয়ে তৈরি হতে যাচ্ছে জীবনীমূলক চলচ্চিত্র ‘মাহি’। প্রযোজক খোরশেদ আলম খসরু নিজেই এ ছবি পরিচালনা করবেন। আর এই ছবির জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা মাহি- একথা প্রযোজক জানালেও চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে মাহির কাছ থেকে কিছু জানা যায়নি। কয়েকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে, প্রযোজক জানিয়েছেন, মাহির বিপরীতে নায়ক হিসেবে থাকছেন চিত্রনায়ক শাকিব খান। এ বিষয়ে প্রযোজক ও পরিচালক খসরু বলেন, ‘ছবিটির চিত্রনাট্যের কাজ শেষের পথে। ঈদের পর ছবির শুটিং শুরু হবে।’ এর আগে শাকিব ও মাহিকে দেখা গিয়েছিল ‘ভালোবাসা আজকাল’ ছবিতে। যদি শেষ পর্যন্ত মাহিয়া মাহি এই চলচ্চিত্রে কাজ করেন তাহলে ‘মাহি’ চলচ্চিত্রটি হবে শাকিব-মাহি জুটির দ্বিতীয় ছবি। কিন্তু মাহির পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানা যায়নি।
নানা বিতর্কের জেরে জাজ মাল্টিমিডিয়া প্রযোজনা সংস্থা থেকে বাদ পড়েন মাহি। বেশ কিছুদিন ধরে নানা গুজবও শোনা যাচ্ছিল মাহির নামে। তবে সব গুজব উড়িয়ে দিয়ে মাহি আবারও চলচ্চিত্রে পুরোদমে অভিনয় শুরু করতে যাচ্ছেন- ‘মাহি’ চলচ্চিত্র সেই ইঙ্গিতই দিচ্ছে। এদিকে এই ছবিতে ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আদনান আরশাদকেও দেখা যাবে বলে জানা গেছে।
জাজ মাল্টিমাডিয়ার ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম রুপালি জগতে পা রাখেন মাহিয়া মাহি। এরপর একে একে ‘অন্যরকম ভালোবাসা’, ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘অগ্নি’ ইত্যাদি ছবি করে দর্শকপ্রিয়তা পান তিনি। মাঝে ‘অগ্নি’ ছবির কাজ শেষ করে তিনি ঘোষণা দেন চলচ্চিত্রে আর অভিনয় করবেন না। কিন্তু পরে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে তিনি আবারও শুটিং শুরু করেন ‘অগ্নি ২’ ছবির জন্য। এর ফাঁকে কিছুদিন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন।
যুক্তরাষ্ট্র থেকে ফিরে ‘অগ্নি ২’ ছবির শুটিংয়ে অংশ নেন। এর কিছুদিনের মধ্যেই তথাকথিত একটি ভিডিওক্লিপকে কেন্দ্র করে তাঁর সঙ্গে সম্পর্ক ছেদ করে জাজ মাল্টিমিডিয়া। আর এই ঘটনার কিছুদিনের মধ্যেই এখন মাহিকে নিয়ে তৈরি হতে যাচ্ছে জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাহি’।