বাজিমাত করল বরুণ-শ্রদ্ধার ‘এবিসিডি ২’

বক্স অফিসের মন্দার দিনে দারুণ সাফল্য দেখালেন বরুণ-শ্রদ্ধা আর তাঁদের নাচিয়ে সঙ্গীরা। ফিল্মফেয়ারের খবর বলছে, বছরের সেরা ওপেনিংয়ের পর সাবলীল গতিতে এগোচ্ছে ‘এবিসিডি ২’। রেমো ডি’ সুজার নাচনির্ভর ছবি ‘এবিসিডি ২’ (এনিবডি ক্যান ড্যান্স) এরই মধ্যে সাড়ে ৪৫ কোটি রুপি আয় করেছে স্থানীয় বাজারে।
প্রথম দিনে ঘরে ‘এবিসিডি ২’-এর আয় ছিল ১৪ কোটি ৩০ লাখ রুপি। এটি এই বছরের সেরা শুরু। এর আগে এই অবস্থানে ছিল অক্ষয় কুমারের গব্বর ইজ ব্যাক (১৩ কোটি পাঁচ লাখ রুপি)। ‘এবিসিডি ২’ এই সাফল্যে বড় অবদান রেখেছেন শহরের দর্শক। জুরাসিক ওয়ার্ল্ড বা অন্যান্য ছবির প্রভাব ছবিটিকে স্পর্শই করতে পারেনি বলা চলে! তরুণ প্রজন্মের দর্শক রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছেন সিনেমা হল, থিয়েটার, মাল্টিপ্লেক্সে।
‘এবিসিডি ২’-এর দাপটে পোড়া কপাল আরো পুড়েছে ‘হামারি আধুরি কাহানি’র। দ্বিতীয় সপ্তাহের শুরুতে শুক্রবার ছবিটি আয় করেছে মোটে ৮৭ লাখ রুপি, এরপর শনিবারে এক কোটি ৩০ লাখ রুপি। সব মিলিয়ে ছবিটির আয় কমেছে ৮৫ শতাংশ। মোহিত সুরির এই ত্রিমুখী রোমান্টিক ছবিটি ‘বম্বে ভেলভেট’-এর পর এ বছরের দ্বিতীয় ফ্লপ হওয়া বিগ বাজেটের ছবি। সব মিলিয়ে ছবিটি ঘরোয়া বক্স অফিসে শেষপর্যন্ত ৩৫ কোটি রুপির মতো আয় করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর ও প্রভুদেবা। ২০১৩ সালের ব্যবসাসফল ছবি ‘এবিসিডি : এনিবডি ক্যান ড্যান্স’-এর সিক্যুয়েল হিসেবেই এসেছে ‘এবিসিডি ২’।
গান আর নাচের তাক লাগানো প্রদর্শনীর জন্য মুক্তির আগে থেকেই ভালো আগ্রহ তৈরি করতে পেরেছিল ছবিটি। প্রথম ছবিটি থেকে লরেন গটলেব, ধর্মেশ ইয়েলান্ডে, পুনিত পাঠকসহ রয়েছেন এবারও।
প্রথমটির মতো এবারও একটি নাচের দলকে কেন্দ্র করে এ ছবির কাহিনী গড়ে উঠেছে। মুম্বাইয়ের শহরতলির একটি নাচের দল তাদের পরিশ্রম এবং পারফরম্যান্সে বেশ সামনের দিকে এগিয়ে আসে। সেখান থেকেই হঠাৎ ষড়যন্ত্রের শিকার, ধীরে ধরে পিছিয়ে যাওয়া। তারপরে আবারও ঘুরে দাঁড়ানোর লড়াই, সংগ্রাম। সেই লড়াইয়ের সঙ্গে সঙ্গেই বন্ধুত্ব, প্রেম, ক্লাইম্যাক্স-এসব নিয়েই ‘এবিসিডি ২’!