সফল চলচ্চিত্র নির্মাতা হতে চাই : তানিম রহমান অংশু

তানিম রহমান অংশু, এ সময়ের জনপ্রিয় নির্মাতা। বিজ্ঞাপন নির্মাণ করে পরিচিতি পেলেও তিন বছর ধরে ব্যতিক্রমধর্মী নাটক নির্মাণ করে সুনাম অর্জন করেছেন তিনি। ঈদের পর এনটিভির জন্য শুরু করতে যাচ্ছেন নতুন ধারাবাহিক নাটক। কাজ ও ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে অংশু কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন : পরিচালক হওয়ার ইচ্ছে কি ছোটবেলা থেকে ছিল?
উত্তর : না। আমার বাবা আনিসুর রহমান সংগীত পরিচালক ছিলেন। বাবার কাছে গান শিখেছি। টিভিতে গানের অনুষ্ঠানও করেছি। গিটার-কিবোর্ড বাজানো ছোটবেলায় শিখেছি। কিন্তু কখনো ভাবিনি সংগীতশিল্পী অথবা পরিচালক হব। ভিডিও এডিটর হিসেবে আমি ক্যারিয়ার শুরু করি। পাঁচ ছয় বছর আমি ভিডিও এডিটর ছিলাম।
ছোটবেলা থেকে অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র, সিরিজ আমি খুব পছন্দ করতাম। ভিডিও এডিটিং করার সময় একদিন মনে হলো, আমি তো পরিচালনাও করতে পারি। আর ভিডিও এডিটিং করার অভিজ্ঞতা থাকলে পরিচালনা করার কাজটি ভালোভাবে করা যায়। এরপর থেকে পরিচালনার কাজ শুরু করি।
প্রশ্ন: এনটিভির জন্য ধারাবাহিক নাটকের শুটিং কবে থেকে শুরু করতে যাচ্ছেন?
উত্তর : ঈদের পর শুটিং শুরু করব। এখনো নাটকের নাম চূড়ান্ত করিনি। নাটকের গল্পে বিজ্ঞান, সাসপেন্স ও অ্যাডভেঞ্চার থাকবে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন অপি করিম, অপূর্ব ও সুজানা।
প্রশ্ন : শুনলাম চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন?
উত্তর : চারটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছি। চলতি বছরে সেপ্টেম্বরে প্রথম চলচ্চিত্রটির শুটিং শুরু করব। ছবির নায়ক-নায়িকা এখনো ঠিক করিনি।
প্রশ্ন : দশ বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান?
উত্তর : একজন সফল চলচ্চিত্র নির্মাতা হতে চাই। মানুষ যেভাবে আমার কাজ দেখে এখন আনন্দিত হচ্ছে, সে রকম আনন্দ সব সময় দর্শকদের দিতে চাই এবং কাজের গুণগত মান ঠিক রাখতে চাই।
প্রশ্ন : আপনার পরিচালনায় থ্রিলার সিরিয়াল ফ্রাইট নাইট জনপ্রিয়তা পেয়েছে। এ বিষয়ে কিছু বলুন।
উত্তর : বাংলাদেশে এই প্রথম হরর-সাইকো থ্রিলার ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। প্রথমে ভাবিনি এত সাড়া পাব। শুরুতে কাজটা করা অনেক চ্যালেঞ্জিং ছিল। এখন মনে হচ্ছে আমাদের শ্রম সফল হচ্ছে।