তারকার বন্ধু খুঁজে দেয় ‘বন্ধু তোমারই খোঁজে’

এনটিভির জনপ্রিয় একটি অনুষ্ঠান ‘বন্ধু তোমারই খোঁজে’। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর চৌধুরী। ইভান সাইরের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রতি রোববার রাত ৯টায় এনটিভিতে প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানটি সম্পর্কে প্রযোজক জাহাঙ্গীর চৌধুরী কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন : ‘বন্ধু তোমারই খোঁজে’ অনুষ্ঠানটি করার পরিকল্পনা কবে করেছিলেন?
উত্তর : ছোটবেলায় বাবার চাকরির সুবাদে আমি অনেক স্কুলে পড়েছি। যখন স্কুল পরিবর্তন করেছি তখন অলসতা থেকে হোক অথবা যে কোনো কারণেই হোক ওই বন্ধুদের আর চিঠি লেখা হয়নি এবং আমি তাঁদের সঙ্গে কোনো যোগাযোগও করিনি। আমি স্কুল, কলেজের গণ্ডি পেরিয়ে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন খুব বেশি মিস করতে শুরু করি আমার স্কুলের বন্ধুদের। কারণ বিশ্ববিদ্যালয়ে অনেক জায়গায় থেকে ছাত্ররা ভর্তি হয়। আমার স্কুল ছিল সৈয়দপুরে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপর আমি সৈয়দপুরের বন্ধুদের খুঁজতে শুরু করি। যশোর ও ঢাকার বন্ধুদেরও খুঁজতে থাকি। যখন তাঁদের খুঁজে পেতাম না, তখন খুব মন খুব খারাপ হতো। নিজেকে অপরাধী লাগত। মনে মনে বলতাম, ‘আমি না হয় আলস্য করে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখিনি। তাই বলে কি আর কোনোদিন যোগাযোগ হবে না? আমি কি চিরতরে তাদের হারিয়েছি?
ভেতরে একধরনের শূন্যতা অনুভব করতাম। এটাকে আমি বলব দুঃখবিলাস। কারণ আমি নিজেই দুঃখটা তৈরি করেছি আর এখন বন্ধুদের জন্য আফসোস করছি। এ রকম খুঁজতে খুঁজতে সৈয়দপুরের এক বন্ধুকে বিশ্ববিদ্যালয় চত্বরে একদিন খুঁজে পাই। আর কোনো বন্ধুকে অবশ্য আমি খুঁজে পাইনি। যশোরে তমাল নামে আমার এক বন্ধু ছিল। তমালকে দেখে আমি নাটকে অভিনয় করতে অণুপ্রাণিত হই। কিন্তু সেই তমাল এখন কেমন আছে আমি জানি না। তবে আমার খুব জানতে ইচ্ছে করে। তারপর আমি ভাবলাম, আমার মতো অনেকেরই তো এ রকম হতে পারে।
সেই উপলব্ধি থেকে ‘বন্ধু তোমারই খোঁজে’ অনুষ্ঠানটি করার পরিকল্পনা করি। ২০০৪ সালে এনটিভিতে যখন আমি প্রথম কাজ শুরু করি, তখনই ভেবেছি অনুষ্ঠানটি নির্মাণ করব। কারণ সাধারণ মানুষের পাশাপাশি তারকাদেরও অনেক বন্ধু থাকেন। প্রথমে আমরা ভেবেছিলাম, একটা ওয়েবসাইট করব। সেখানে তারকাদের বন্ধুরা তাঁদের নক করে জানাবে ‘আমি তোমার সেই বন্ধু’। প্রায় ১০ বছর পেরিয়ে গেছে। এতদিন পর অনুষ্ঠানটি আমরা বানাতে শুরু করেছি। অনুষ্ঠানটি পরিকল্পনার অনেক ধারণা আমরা বদল করেছি। আমাদের একটা স্বপ্ন পূরণ হলো।
প্রশ্ন : অনুষ্ঠানটি প্রচারের পর সাড়া কেমন পাচ্ছেন?
উত্তর : অনুষ্ঠানটির প্রথম অতিথি ছিলেন তারিক আনাম খান। প্রচারের পর আমরা ব্যাপক সাড়া পেয়েছি। মানুষ মাত্রই স্মৃতিকাতর। মানুষের প্রিয়জন তাঁদের বাবা-মা, তারপর তাঁদের বন্ধু। তাই খুব দ্রুত অনুষ্ঠানটি দর্শকমহলে গ্রহণযোগ্যতা পেয়েছে।
প্রশ্ন : অনুষ্ঠানটি কতদিন প্রচার করার ইচ্ছে আছে?
উত্তর : তারকারা যতদিন তাঁদের বন্ধুদের কথা বলতে চাইবেন, ততদিন অনুষ্ঠানটি করার ইচ্ছে আছে। প্রতিটি বিষয়ের একটা থিম থাকা প্রয়োজন। আশা করছি, ‘বন্ধু তোমারই খোঁজে’ অনুষ্ঠানটি দেখার পর অনেকেই তাঁর বন্ধুদের খুঁজে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আর যাঁরা প্রিয় বন্ধুদের সঙ্গে প্রতারণা করেন, তাঁরা কখনো এই কাজটি আর করতে চাইবেন না। যদি সত্যি তাই হয়, তাহলে আমাদের অনুষ্ঠানটি সফল।