আলিয়ার এখন ৫০ লাখ অনুসারী

বয়স এমন আর কী, মাত্র ২৩ চলছে এখন। তাতে কী, অনুসারী তাঁর রীতিমতো ৫০ লাখ! বলা হচ্ছে আলিয়া ভাটের কথা। সামাজিক মাধ্যম টুইটারে অনুসারীর সংখ্যা গতকাল ৫০ লাখ ছাড়িয়েছে তাঁর। এনডিটিভির খবরে জানা গেল, এ নিয়ে মহাখুশি আলিয়া বিশেষ ঘোষণা দিয়েছেন টুইটারে।
স্বভাবসুলভ ‘ওয়াও’, ‘ইয়াহু’ গোছের শব্দ ব্যবহার করেই উচ্ছ্বাস জানিয়েছেন আলিয়া। ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন সমর্থনের জন্য। একই সঙ্গে জানিয়েছেন, এই খুশিতে সন্ধ্যা ৬টা থেকে লম্বা গল্প-গুজব করবেন সবার সঙ্গে।
সামাজিক মাধ্যমে খুবই সক্রিয় ভাট ক্যাম্পের এই কনিষ্ঠ সদস্য। পেশাদার এবং ব্যক্তিগত জীবনের বহু বিষয় তিনি ভক্তদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে শেয়ার করেন। ৫০ লাখের উদযাপনেও তারই উচ্ছ্বাস দেখা যায়।
শাকুন বাত্রার ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবির শুটিংয়ে এ মুহূর্তে ব্যস্ত আছেন আলিয়া। এ ছবিতে আরো রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা, ঋষি কাপুর এবং পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান।
২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটে আলিয়া ভাটের। প্রথম ছবিতেই সফল এই অভিনেত্রীকে কিছুদিন পর দেখা যাবে ‘উড়তা পাঞ্জাব’ ও ‘শানদার’ ছবিতে।