রোজায় মুক্তি পাচ্ছে না কোনো ছবি

আগামী ঈদের আগে মুক্তি পাচ্ছে না কোনো চলচ্চিত্র। রমজান মাসে মানুষ এমনিতেই বিনোদন থেকে বেশ সংযত থাকে। এ অবস্থায় নতুন কোনো ছবি নিতে চান না হল মালিকরা। পুরোনো ছবি দিয়েই কোনোরকমে খরচের অংশটুকু মেটাতে পারলেই বেঁচে যান।
‘এমনিতেই দর্শক হলে আসে না, রোজায় ছবি দেখাটা অনেকেই পাপ মনে করে। এই কারণে আমরা নতুন ছবি নিতে চাই না। পুরোনো ছবি চালিয়ে কোনোভাবে সিনেমা হলের খরচটা তুলতে চেষ্টা করি।’ রোজার মাসে হলের পরিস্থিতির সঙ্গে সঙ্গে দেশের সিনেমারও চিত্র তুলে ধরছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দি।
প্রযোজক সমিতি থেকে জানা যায়, চলতি রোজায় ছবি মুক্তির জন্য কোনো পরিচালক ছবির নাম অ্যান্ট্রি করাননি। এ কারণে রোজার মধ্যে নতুন কোনো ছবি মুক্তি পাচ্ছে না। তবে ঈদের জন্য একাধিক ছবির নাম এরই মধ্যে অ্যান্ট্রি করানো হয়েছে। তবে কোন কোন ছবি ঈদে মুক্তির জন্য অনুমতি পাবে, তা এখনই বলা যাচ্ছে না।
পরিচালক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান গুলজার বলেন ‘আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ, যে কারণে আমরা রোজায় ছবি মুক্তির পক্ষে না। এ ছাড়া যেহেতু রোজায় দর্শক সমাগম কম থাকে, তাই প্রযোজকরাও নতুন ছবি মুক্তি দিতে চান না। আবার এটার একটা পজিটিভ দিকও আছে, পুরাতন ছবিগুলো যেমন কিছু ব্যবসা করতে পারে আবার দর্শক পুরোনো কিছু ছবি দেখতে পারে’।
রাজমণি সিনেমা হলের ম্যানেজার অহিদ বলেন, ‘আমরা ‘লাস্ট টারগেট’ নামে একটি ছবি চালাচ্ছি। এটা প্রায় সাত বছর আগের ছবি। শাকিব খান, ঝুমকা, আলেকজান্ডার বো, পলি এ ছবিতে আছেন। কোনো দর্শক নাই। কিছু লোক আছে যারা ছবি চালালেই হলে আসে। তাঁদের জন্যই এই ছবি চালাচ্ছি। ঈদের আগে আর নতুন কোনো ছবি মুক্তি দেওয়াব ইচ্ছা নেই। রোজায় আমাদের যে লসটা হয়, সেটা সারা বছরের হিসেবের মধ্যেই থাকে।