ঈদের নাটক : ‘একটি শর্ত’

নাটকের মধ্যে নাটকের শুটিং, এমনই এক নাটক ‘একটি শর্ত’। সাবিনা আনমন ও সাইফুল হাফিজ খানের যৌথ পরিচালনায় ভিন্নধর্মী গল্পের এই নাটক তৈরি হয়েছে এবারের ঈদের জন্য। কয়েক দিন আগে উত্তরার একটি শুটিং হাউসে শেষ হলো এর শুটিং।
পরিচালক সাবিনা আনমন জানান, ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখানো হবে নাটকটি। কাজের প্রসঙ্গে তিনি বললেন, ‘নাটকটির গল্প সমসাময়িক। কাজের অভিজ্ঞতা দারুণ।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারুক আহমেদ, স্বাধীন খসরু, শেলী আহসান, জামশেদ শামীম, কাউসার মাহমুদ, আজমেরী আশা, অন্তু করিম ও সুজন হাবিব।
অভিনেতা ফারুক আহমেদ দেশের একজন গুণী পরিচালক। তাঁর একমাত্র ড্রিম হিরো অন্তু করিম। অন্তু করিমকে ছাড়া তিনি কিছু বোঝেন না। অন্যদিকে নায়িকা হিসেবে প্রথম তালিকায় তাঁর পছন্দ আজমেরী আশা, উঠতি মডেল সুজনকেও তিনি ভালোবাসেন। কিন্তু সবাইকে একসঙ্গে নিয়ে কাজ শুরু করার সময় প্রত্যেককেই একটি করে শর্ত দেন পরিচালক ফারুক আহমেদ। যেমন নায়িকা আশাকে প্রযোজক এনে দিতে হবে। তার পর তিনি কাজ শুরু করবেন।
এ রকম অনেক শর্ত। পরিচালকের শর্তে সবাই রাজিও হন। কাজও ভালোভাবে শেষ করেন। কিন্তু শুটিংয়ের শেষ মুহূর্তে এসে সবাই উপলব্ধি করেন, তাঁরা কাজটা ঠিক করেননি। এমনই গল্প নিয়ে ‘একটি শর্ত’।