আজ এনটিভিতে একক নাটক : দ্য ফরচুন

এনটিভিতে আজ শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘দ্য ফরচুন’। মাবরুর রশিদ বান্নাহর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, ইরেশ যাকের, রওনক হাসান ও অপর্ণা ঘোষ।
নাটকটি প্রসঙ্গে পরিচালক মাবরুর রশিদ বান্নাহ বলেন, “‘দ্য ফরচুন’ নাটকটিতে সব মেধাবী অভিনয়শিল্পী অভিনয় করেছেন। নাটকটির গল্প আমার লেখা। তাই কাজটি করতে সুবিধা হয়েছে। আমার নির্মিত ভালো একটি নাটক ‘দ্য ফরচুন’।”
নাটকের গল্পে দেখা যাবে, সাকিব এবং লামিয়ার মধ্যে অনেক দিনের সম্পর্ক। লামিয়া তাদের সম্পর্ককে একটা অর্থবহ জায়গায় নিয়ে যেতে চায়। কিন্তু সাকিব চায় তার ক্যারিয়ার গড়ে তুলতে। সংসারের ঝামেলায় সে জড়াতে চায় না।
তাই লামিয়াকে ফিরিয়ে দেয় সে। এর সাত বছর পর একটি দুর্ঘটনার মধ্য দিয়ে সাকিবের সঙ্গে পরিচয় হয় এক ব্যক্তির। এর পর সাকিবের সঙ্গে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা।