ডায়নোসরের খপ্পরে ‘হামারি আধুরি কাহানি’

ছবি মুক্তির আগে অনেকে বলেছিলেন, এ মৌসুমে বলিউডের সবচেয়ে মন ছুঁয়ে দেওয়া প্রেমকাহিনী হবে ‘হামারি আধুরি কাহানি’। এমরান-বিদ্যার কেমিস্ট্রি কি রাজকুমার রাওয়ের অভিনয়, এসব নিয়েও সংশয় ছিল না কারো। কিন্তু তার পরও দুর্দশা! ফিল্মফেয়ারের যাচাই বলছে, এমন ব্যর্থতার পেছনে মূল কারণই হলো ডায়নোসরের ভেল্কিবাজি!
না, বিশাল কোনো ডায়নোসর এসে দর্শককে ধাওয়া কিন্তু করেনি, ভয়ও দেখায়নি এমরান-বিদ্যা-রাজকুমারকে। বলা হচ্ছে, ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবির কথা। এ বছরের চরম ব্যবসাসফল ছবি মুক্তির দিনেই আয়ের দিক থেকে রেকর্ড গড়েছিল। সব দর্শক হুমড়ি খেয়ে পড়েছেন জুরাসিক যুগের এই প্রাগৈতিহাসিক দানবদের বাহাদুরি দেখতে। ‘হামারি আধুরি কাহানি’র ব্যর্থতার পেছনে অনেক বড় কারণ হয়ে দাঁড়ায় এটিই।
‘জুরাসিক ওয়ার্ল্ড’ মুক্তি পেয়েছিল গেল বৃহস্পতিবার, বলতে গেলে ‘হামারি আধুরি কাহানি’র সঙ্গে সঙ্গেই। মুম্বাই, বেঙ্গালুরু আর পুনে থেকে প্রথম দিনেই পৌনে পাঁচ কোটি রুপি তুলে নেয় ছবিটি। শনিবার তা বেড়ে গিয়ে দাঁড়ায় সাত কোটিতে। তার পরের দিন সোয়া আট কোটি! সোজা কথায়, শহুরে দর্শক সবাই হুমড়ি খেয়ে পড়েছেন ‘জুরাসিক ওয়ার্ল্ড’ দেখতে।
ওদিকে, জোয়া আখতারের ‘দিল ধাড়াকনে দো’ ব্যবসা করে চলেছে ধারাবাহিক গতিতে। প্রতিদিনই একটা নির্দিষ্ট হারে আয় করেছে ছবিটি। ঘরের মাঠে প্রায় ৭০ কোটিসহ সব মিলিয়ে ১০০ কোটির ঘরে ছবিটি পৌঁছে যাবে বলা যায়। আর ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এর বিস্ময়-পর্ব চলছে তো চলছেই। ১৪০ কোটি রুপির বেশি আয় করে ফেলা ছবিটি দিনকয়েকের মধ্যেই ১৫০ কোটি ছাড়িয়ে যাবে, এ কথা নিঃসন্দেহে বলা যায়। সব মিলিয়ে, সময়টা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে ‘হামারি আধুরি কাহানি’র জন্য।
ভাট ক্যাম্পের ব্যানারে মোহিত সুরির এই ছবি এখন পর্যন্ত ঘরে তুলতে পেরেছে ১৬ কোটি রুপির মতো। সব মিলিয়ে ছবিটি কোনোমতে ৩৫-৪০ কোটি রুপি ওঠাতে পারবে—বক্স অফিসের বিশ্লেষণে এমনটাই বলা যায়।
সে হিসেবে ‘বম্বে ভেলভেট’-এর পর দ্বিতীয় বহুল প্রত্যাশিত ছবি হিসেবে সুপার ফ্লপ খেতাব জুটতে যাচ্ছে ‘হামারি আধুরি কাহানি’র জন্য।