নেকড়ের মুখোমুখি সালমান!

তুষার ঘেরা পাহাড়ি অঞ্চল, সামনে এক পাল হিংস্র নেকড়ে, কী করবেন সালমান খান? নিরুপায় হয়ে একাই নেকড়েগুলোর সঙ্গে লড়াই শুরু করলেন সালমান। বলিউডের অনেক বড় খলনায়ক পরাজিত হয়েছেন সালমানের কাছে, কিন্তু এরা তো আর খলনায়ক নয়, একেবারে সাক্ষাৎ নেকড়ে! এদের সঙ্গে কি পেরে উঠবেন সালমান? এমনই এক দুঃসাহসী দৃশ্যে শুটিং করতে যাচ্ছেন সালমান খান, ছবির নাম ‘টাইগার জিন্দা হ্যায়’।
টাইমস অব ইন্ডিয়ার খবরে দেখা যায়, এই ছবির শুটিং করতে সালমান খান বর্তমানে রয়েছেন অস্ট্রিয়ায়। সেখানে সহঅভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে চলছে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং। এটি মূলত ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার হিট ছবি ‘এক থা টাইগার’-এর দ্বিতীয় পর্ব, যেখানে রাজনৈতিক রোমাঞ্চকর গল্পের সঙ্গে সালমানকে দেখা গিয়েছিল একজন গুপ্তচরের চরিত্রে। এবার সালমান খানকে দেখা যাবে তিনি লড়াই করছেন মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরার জন্য। আর এ লড়াইয়ে সালমান খানের প্রতিপক্ষ হবে একদল নেকড়ে।
এমন দুর্ধর্ষ দৃশের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে প্রযোজক আদিত্য চোপড়ার বহুদিনের লালিত স্বপ্ন। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে দৃশের চিত্রায়নের জন্য গোটা শুটিং ইউনিট অতিরিক্ত পথ পাড়ি দিয়ে পৌঁছেছে পাহাড়ঘেরা দুর্গম অঞ্চলে।
দৃশ্যটি সম্ভবত চিত্রায়িত হবে অস্ট্রিয়ার তুষারঘেরা কোনো পাহাড়ি এলাকায়। সেখানেই সালমান খান লড়বেন একদল প্রশিক্ষিত নেকড়ের সঙ্গে। দৃশ্যটি যেন সুচারুভাবে সম্পন্ন করা যায়, সেজন্য হলিউড থেকে আনা হয়েছে স্ট্যান্ট দৃশ্য পরিচালক টম স্ট্রাউদারসকে। তাঁকে সঙ্গে নিয়ে ছবির পরিচালক আলী আব্বাস জাফর প্রস্তুতি নিচ্ছেন যেন নেকড়েগুলো ঠিকঠাক অভিনয় করে শুটিংয়ের সময়।
‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি মুক্তি পাবে এ বছরের ডিসেম্বরে।