এবার ক্যারিবিয়ান ক্রিকেট দল কিনলেন শাহরুখ খান

বলিউড তারকা ও আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কর্ণধার শাহরুখ খান ভারতের টি-টোয়েন্টিতে শীর্ষস্থান দখলের পর এবার দৃষ্টি দিলেন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো রেড স্টিল (টিঅ্যান্ডটি) কিনেছেন শাহরুখ। তাঁর সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করেছেন তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান রেড চিলিসের অংশীদার বলিউড অভিনেত্রী জুহি চাওলা ও তাঁর স্বামী জয় মেহতাও।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শাহরুখই প্রথম আইপিএলের কোনো ক্লাবের মালিক যিনি বিদেশি ক্রিকেট ক্লাব কিনলেন। আর কিছুদিন পরই শুরু হচ্ছে সিপিএলের তৃতীয় সংস্করণ। ২০ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত ধুন্ধুমার ব্যাট, বলের লড়াই চলবে।
এর আগে ক্যারিবিয়ান এ লিগের আরো দুটি দল কিনেছেন হলিউডের দুই তারকা মার্ক ওয়ালবার্গ ও জেরার্ড বাটলার। ওয়ালবার্গ কিরন পোলার্ডের নেতৃত্বাধীন বারবাডোস ত্রিডেন্টস ও বার্টলার কিনেছেন ক্রিস গেইলের নেতৃত্বাধীন জ্যামাইকা তালাওয়াহসকে।
এদিকে বিদেশি ক্লাব কিনে উচ্ছ্বসিত বলিউড বাদশা। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেছেন, ‘আমাদের দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক। তার সঙ্গে সঙ্গতি রেখেই বিদেশি ক্লাব কেনার পদক্ষেপ।’
শাহরুখের বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমাদের নজর বিশ্বব্যাপী প্রসারিত। আইপিএলের কেকেআরের পর এবার সিপিএলে ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো দলের অন্তর্ভুক্ত হতে পেরে আমরা উচ্ছ্বসিত। আমরা সফলতার সঙ্গে সিপিএল শুরু করতে চাই। আমরা আশা করি, কেকেআরকে যেসব অনুশীলন করানো হয়েছে এখানেও সেসব করা হবে।’
দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখের কেকেআর। এবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও তাঁর কেনা নতুন দলের মাথায় সেরার মুকুট ওঠে কি না, সেটাই দেখার বিষয়।