‘ময়না’ নিয়ে আসছেন মাহি

জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি রোজার ঈদে আসবেন নতুন ছবি নিয়ে, ছবির নাম ‘ময়না’। ছবিটি পরিচালনা করবেন অনন্য মামুন। নায়ক হিসেবে কে আসতে যাচ্ছেন, তা এখনো নিশ্চিত নয়। তবে পরিচালক জানিয়েছেন, কলকাতার কোনো অভিনেতাকে নিয়েই ভাবছেন তিনি, ঢালিউডের কাউকে নিয়ে নয়।
এ বিষয়ে অনন্য মামুন এনটিভি অনলাইনকে বলেন, ‘এরই মধ্যে ছবির চিত্রনাট্য শেষ হয়েছে। কলকাতা থেকে ছবির চিত্রনাট্য করা হয়েছে। একেবারেই রোমান্টিক গল্প নিয়ে ছবিটি নির্মাণ করব। মাহির সঙ্গে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছি। তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় একজন নায়ক, যার নাম এখনই ঘোষণা করতে চাই না। দর্শক চাহিদার কথা মাথায় রেখেই দুই বাংলার দুজন তুমুল জনপ্রিয় তারকাকে জুটিবদ্ধ করতে যাচ্ছি।’
মাহির বিষয়ে অনন্য মামুন বলেন, ‘মাহি আমাদের দেশের মধ্যে তুমুল জনপ্রিয়। কলকাতার যাকে নিচ্ছি, তিনিও একই রকম। প্রাথমিকভাবে কলকাতায় কথা হয়েছে। চূড়ান্ত হলে প্রযোজনা সংস্থা থেকে শিগগিরই নাম ঘোষণা করা হবে। পাশাপাশি অন্যান্য শিল্পী নির্বাচনের প্রক্রিয়াও চলছে। এই ছবিটি যৌথ প্রযোজনার ছবি নয়, একেবারেই বাংলাদেশের বাংলা ছবি। আগামী রোজার ঈদকে কেন্দ্র করে এই ছবিটি আমরা নির্মাণ করছি। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে একক প্রযোজনাতেই ছবিটি নির্মিত হচ্ছে।’
কবে থেকে শুটিং শুরু হবে জানতে চাইলে মামুন বলেন, ‘আমরা সবকিছুই গুছিয়ে নিয়েছি। আগামী মাস থেকেই ছবির শুটিং শুরু করতে চাই।’
এরই মধ্যে ছবিটি চলচ্চিত্র পরিচালক সমিতিতে নাম নিবন্ধন করানো হয়েছে। ছবিটি প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া।