শুটিংয়ে ফিরছেন মাহি, প্রস্তুত সজল

বেশ জাঁকজমকভাবে বিয়ের অনুষ্ঠান করে সিলেটে শ্বশুরবাড়িতে আছেন নায়িকা মাহিয়া মাহি। স্বামীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। বিয়ের পর যুক্তরাষ্ট্রে মধুচন্দ্রিমা করার কথা থাকলেও সিনেমার শুটিংয়ের কারণে তিনি আপাতত মধুচন্দ্রিমা স্থগিত করেছেন। ১৬ আগস্ট থেকে বদিউল আলম খোকন পরিচালিত ‘হারজিৎ’ ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি।
এ বিষয়ে পরিচালক বদিউল আলম খোকন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা আগামী ১৬ তারিখ থেকে ঢাকায় ছবির শুটিং শুরু করছি। আমাদের এই ছবির কাজ আজ থেকে শুরু হওয়ার কথা থাকলেও চিত্রনাট্য তৈরিতে একটু বেশি সময় লাগায় আমরা শুটিং শুরু করতে পারিনি। এবার সবকিছু প্রস্তুত। আশা করি, টানা শুটিং করে কাজটি শেষ করতে পারব।’
নায়িকা মাহিকে নিয়ে খোকন বলেন, ‘শুটিংয়ের প্রথম দিন থেকেই নায়িকা মাহি শুটিংয়ে অংশ নেবেন। বিয়ের পর তিনি হানিমুন করার জন্য তাঁর আমেরিকায় যাওয়ার কথা ছিল। কিন্তু আমার ছবির শুটিংয়ের কারণে তিনি আপাতত সেখানে যাচ্ছেন না। চলচ্চিত্রের প্রতি তাঁর এই ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আশা করি, বিয়ের পর মাহি হারিয়ে যাবে না।’
ছবিতে মাহির বিপরীতে অভিনয় করছেন ছোটপর্দার তারকা সজল। তাঁকে নিয়ে পরিচালক খোকন বলেন, ‘আমার ছেলেটিকে অনেক ভালো লেগেছে। ছবির সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই চলচ্চিত্রের জন্য নিজেকে তৈরি করতে অনেক পরিশ্রম করছে। ডান্স, ফাইট শিখছে। আমার ধারণা, চলচ্চিত্রে সে ভালো কিছু করবে।’
এর আগে গত মে মাসে গানের রেকর্ডিংয়ের মধ্য দিয়ে ছবিটির কাজ শুরু হয়। ‘আয়না ভালোবাসি’ শিরোনামে গানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান ও ঐশী। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীতায়োজন করছেন আলী আকরাম শুভ।
মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘নিঝুম অরণ্যে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু করেন সজল। সজল অসংখ্য একক নাটকে অভিনয় করেছেন, পাশাপাশি কিছু ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে তাঁর অভিনীত ‘রানআউট’ নামের একটি ছবি কয়েক মাস আগে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে সজলের পাশাপাশি অভিনয় করেছেন তারিক আনাম খান, মৌসুমী নাগ, রোমানা স্বর্ণা, ওমর সানী প্রমুখ। আর মাহির সঙ্গে ‘হারজিৎ’ই হবে সজল-মাহি জুটির প্রথম ছবি।