পরীমনি আর ইমু আমার মেয়ের মতো : শাহ আলম মণ্ডল

‘জানে মন তুই জীবন’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় নায়ক শাকিব খান ও নবাগতা নায়িকা আলভিরা ইমু। সন্ধানী কথাচিত্রের ব্যানারে ছবিটি পরিচালনা করবেন শাহ আলম মণ্ডল। এরই মধ্যে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছে। ছবিটিতে শাকিবের সহশিল্পী হিসেবে চুক্তিবদ্ধ করা আলভিরা ইমু নামের নতুন একটি মেয়েকে। পরিচালক শাহ আলম মণ্ডল বলেন, ‘নতুন ধরনের গল্প নিয়ে আমার এই ছবি দর্শকদের ভালো লাগবে।’
এর আগে এই পরিচালকের প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’-এ উপহার দিয়েছিলেন সময়ে আলোচিত নায়িকা পরীমনিকে। তাঁকে না নিয়ে নতুন নায়িকা নিয়ে কাজ করার বিষয়ে পরিচালক শাহ আলম মণ্ডল বলেন, ‘আমার ছবির নায়িকা হয়ে পরী চলচ্চিত্রে পা রাখায় সবাই বলে সে আমার সন্তানের মতো। মানুষের একটি মেয়ে থাকতে হবে, এমন কোনো কথা নেই। পরীমনি আর ইমু দুজনেই আমার মেয়ের মতো, সে হিসেবে নবাগতা নায়িকা ইমু পরীমনির বোন। আমার বিশ্বাস, নায়িকা পরীমনির মতো নায়িকা ইমুও বাংলাদেশ চলচ্চিত্রে তার জায়গা করে নেবে। আর গল্পের প্রয়োজনেই ইমুকে নিতে হয়েছে। সব কিছু ঠিক থাকলে রোজার ঈদের পরপরই শুরু হবে ছবিটির শুটিং।’
এ প্রসঙ্গে আলভিরা ইমু বলেন, ‘ছবিটিতে আমাকে দেখা যাবে ধনী পরিবারের চঞ্চল এক মেয়ের চরিত্রে। আমি দেশের বাইরে থাকি। নায়ক সে দেশেই ব্যবসার কাজে যায়। ওখানে গিয়ে দেখা হয় আমার সঙ্গে। তারপর সে আমাকে পছন্দ করে। এভাবেই এগিয়ে যায় ছবিটির গল্প। এটা আমার প্রথম চলচ্চিত্র। তাই নিজের সবটুকু মেধা উজাড় করেই কাজটা শেষ করতে চাই।’
এ প্রসঙ্গে শাহ আলম মণ্ডল আরো বলেন, ‘শাকিব ও ইমু ছাড়া আরো কিছু শিল্পীকে চুক্তিবদ্ধ করা হয়েছে। আগামী ৭ জুন ভারতে যাব কিছু কাজে। ফিরব জুনের ১৫ তারিখ। ভারত থেকে এসেই ছবিটির বিষয়ে জানাব সবাইকে। আশা করছি ভারত থেকে আরো কিছু চমক নিয়ে ফিরব।’
ছবিটিতে শাকিব ও ইমু ছাড়া আরো অভিনয় করবেন আলমগীর ও দিতি।