পরকীয়া ও সিরিয়াল কিলারের গল্প ‘বাজে ছেলে’

পরকীয়া প্রেমের ফাঁদে পা দিয়েছেন অন্তরা। স্বামী-সংসার ফেলে প্রেমিকের সাথে সময় কাটাচ্ছেন তিনি। কিন্তু তিনি কি জানেন তাঁর এই প্রেমিক একজন সিরিয়াল কিলার? ভয়ংকর এই খুনির সঙ্গে নেচে-গেয়ে জীবন উপভোগ করছেন ঠিকই, তবে সামনে ভয়ংকর সময়ের কথা ঘুণাক্ষরেও বুঝতে পারেন না অন্তরা। বলছিলাম মনিরুল ইসলাম সোহেল ও আবদুর রহিম বাবু, দুজনের যৌথ পরিচালনার ‘বাজে ছেলে’ চলচ্চিত্রের গল্প। আর এই ছবিরই শুটিং চলছিল গতকাল শনিবার আশুলিয়ার একটি শুটিং হাউসে।
অন্তরা চরিত্রে অভিনয় করছেন অন্তরা। ছবিতে তাঁর চরিত্রটি ছোট হলেও বেশ গুরুত্বপূর্ণ। তাঁর বিপরীতে সিরিয়াল কিলারের ভূমিকায় অভিনয় করছেন নায়ক বাপ্পি। তাঁরা গতকাল এই ছবির নাচের একটি দৃশ্যে অংশ নেন। এ সময় নৃত্য পরিচালনা করছিলেন পরিচালক জাকির হোসেন।
শুটিং শেষ হলে পার্শ্ব অভিনেত্রী অন্তরা বলেন, ‘আমি এই ছবিতে বড়লোকের স্ত্রী। স্বামী-সংসারের প্রতি মনোযোগ কম, শ্বশুর-শাশুড়ির সাথে সম্পর্ক ভালো না। তাঁদের আমি নির্যাতন করি। একসময় নায়ক বাপ্পির সাথে আমার পরিচয় হয়। আমরা প্রেমে মজে যাই, কিন্তু এটা আসলে একটা ফাঁদ। এই ফাঁদে পা দিয়ে শহরের অনেক মেয়ে প্রাণ হারাচ্ছে। আমার পরিণতিও একই হবে। কীভাবে সেই পরিণতি আসবে সেটা হলে গিয়ে দেখতে হবে।’
ছবিতে খুনির চরিত্রে অভিনয় করা নায়ক বাপ্পি বলেন, ‘আমার খুব ভালো লাগছে এমন একটি ছবিতে কাজ করতে পেরে। আমরা প্রতিটি ছবিতে একটি করে রোল প্লে করি, কিন্তু এই ছবিতে আমি অনেকগুলো চরিত্রে অভিনয় করেছি। আমাকে দর্শক দেখতে পাবে ভিন্ন ভিন্ন সাজে। বর্তমান সময়ের দর্শক যে ধরনের গল্প দেখতে পছন্দ করে এই ছবিতে তা রয়েছে।’
শুটিংয়ের ফাঁকে ছবির পরিচালক মনিরুল ইসলাম সোহেল বলেন, ‘এই সময়ে বাংলাদেশের ছবির অবস্থা ভালো নয়। বর্তমান সময়ে আমরা যাঁরা কাজ করছি তাঁদের অনেক সচেতনভাবে ছবি নির্মাণ করতে হয়। অনেক বুঝেশুনে, অনেক চিন্তাভাবনার পর আমরা ছবি নিয়ে কাজ করি।’
ছবির আরেক পরিচালক আবদুর রহিম বাবু বলেন, “অন্য রকম একটি গল্প নিয়ে ‘বাজে ছেলে’ নির্মাণ হচ্ছে। গল্পে অনেক চমক রয়েছে। আমরা দর্শককে একটি ভালো ছবি উপহার দিতে পারব বলে আশা করছি।”
‘বাজে ছেলে’ (লোফার) ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করছেন তিনজন। এঁরা হচ্ছেন বিপাশা কবির, দীপালি ও আর্শি খান। ইস্টার্ন মোশন পিকচার্স এবং কালার ফ্রেমের যৌথ প্রযোজনায় নির্মাণ হচ্ছে ‘বাজে ছেলে’। ছবিতে আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, ডিজে সোহেল, শিবা শানু, মিশা সওদাগর, অন্তরা প্রমুখ। মনিরুল ইসলাম সোহেলের মূল ভাবনায় ছবির কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, সংগীত পরিচালনায় আছেন শওকত আলী ইমন ও আহমেদ হুমায়ুন এবং চিত্রগ্রহণে রয়েছেন সাইদুজ্জামান।