সরকারি সার বেশি দামে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

সরকারি ভর্তুকিমূল্যের সার বেশি দামে বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার জগত বাজারে দুই ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে অভিযান পরিচালনা করে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা মৃত্তিকা সম্পদ কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকালে মেসার্স সাইফুল ইসলাম (প্রো. মো. নাজমুল হক) নামের প্রতিষ্ঠানে সরকারি টিএসপি সার কেজি প্রতি ২১ টাকার পরিবর্তে ৫০ টাকা, ইউরিয়া ২৭ টাকার পরিবর্তে ৩৬ টাকা এবং এমওপি সার ২০ টাকার পরিবর্তে ২৫ টাকায় বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি প্রতিষ্ঠানটির সরকারি সার বিক্রির কোনো অনুমোদিত লাইসেন্সও ছিল না। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অনুমোদনহীন ওই প্রতিষ্ঠানের কাছে সরকারি সার বিক্রি করায় ডিলার মেসার্স রুহুল আমিন ভুঁইয়ার (প্রো. রুহুল আমিন ভুঁইয়া) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারীরা জানান, দুটি প্রতিষ্ঠানই অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়েছে। ব্যবসায়ীদের সরকার নির্ধারিত নিয়ম মেনে সার বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।