ময়না হত্যা মামলার পলাতক আসামি বিজয়নগরে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ময়না হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান ও পলাতক আসামি হোসেন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-৯। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে সদর থানার পুনিয়াউট (নয়নপুর) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, গত ১৩ ফেব্রুয়ারি উপজেলার একটি বিয়ের অনুষ্ঠানে গান-বাজনা নিয়ে স্থানীয়দের মধ্যে ঝগড়া হয়। এর জেরে অভিযুক্তরা ময়না নামের এক কিশোরীকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় প্রধান আসামি হোসেন মিয়া বল্লম দিয়ে মেয়েটির বুকে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের মা বাদী হয়ে বিজয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই হোসেন মিয়া পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি দল সদর উপজেলার পুনিয়াউট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হোসেন মিয়ার বাড়ি বিজয়নগরের আতকাপাড়া গ্রামে।
র্যাব-৯ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।