কসবায় বাল্যবিবাহ বন্ধ, বর ও কনে পক্ষকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে এক নবম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম এই বাল্যবিবাহ বন্ধ করেন।
জানা গেছে, দক্ষিণখার গ্রামের নবম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তারের (১৪) সঙ্গে আখাউড়া উপজেলার রতন মিয়ার ছেলে মো. ইকরাম হোসেনের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়।
অভিযানে কনে পক্ষকে ১০ হাজার টাকা এবং বর পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে বর পলাতক থাকায় তার অভিভাবকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। এ সময় অভিযানের খবর পেয়ে বিয়ের কাজি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। কিশোরীকে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
ইউএনও ছামিউল ইসলাম এক ক্ষুদে বার্তায় জানান, জনস্বার্থে বাল্যবিবাহ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।