৮৮ দিনে কোরানে হাফেজ সাত বছরের ফাহিম

মাত্র ৮৮ দিনে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়ণপুর এলাকার মেধাবী কিশোর মোহাম্মদ ফাহিম (৭)। এই বিস্ময়কর অর্জন উদযাপন করতে ‘মারকাজুত তাজভীদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা’ নারায়ণপুর শাখার উদ্যোগে শুক্রবার (৮ আগস্ট) সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান পরিচালক হাফেজ মাওলানা মনির হোসাইন। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণপুর ডি.এস. কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলার সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মমিনুল হক ভূঁইয়া, কাসিমুল উলুম মাদ্রাসার নাজেম মাওলানা মোজ্জাম্মেল হোসেন ভৈরবী, শিক্ষাসচিব মাওলানা ওবায়দুল্লাহ, ডি.এস. কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ইমাম উদ্দিন, নারায়ণপুর মধ্যপাড়া জামে মসজিদের খতিব মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা কাউসার আহমেদ এবং মাদ্রাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মোহাম্মদ ফাহিমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। বক্তারা ফাহিমের এই দ্রুত হিফজ সম্পন্ন করাকে আল্লাহর বিশেষ অনুগ্রহ ও তার আত্মনিয়োগের ফল বলে উল্লেখ করেন। তারা বলেন, ফাহিমের মতো মেধাবী শিক্ষার্থীদের সফলতা নতুন প্রজন্মকে কোরআনের প্রতি আরও অনুরাগী করে তুলবে।
ফাহিমের এই বিরল সাফল্যে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।