নবীনগরে পিকআপচাপায় বৃদ্ধ নিহত

খালে পড়েছে মাছ বোঝাই পিকআপ। ছবি : এনটিভি অনলাইন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাছ বোঝাই পিকআপ ভ্যানের চাপায় ধন মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) উপজেলার জিনদপুর ইউনিয়নের বটতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ধন মিয়া নবীনগর পূর্ব ইউনিয়নের মেরকুটা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দ্রুতগতির একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধন মিয়াকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পিকআপ ভ্যানটি জব্দের প্রক্রিয়া চলছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।