ভূরুঙ্গামারীতে দুই রাইসমিলকে জরিমানা

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুটি রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কুড়িগ্রামের পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল সরকার এবং উপজেলা পাট কর্মকর্তা মোস্তাফিজার রহমানসহ পুলিশের একটি দল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র জানান, দিনা অটো রাইসমিল এবং দিপু অটোমেটিক রাইসমিলে অভিযান চালিয়ে দেখা যায়, তারা প্লাস্টিকের বস্তায় চাল প্যাকেট করে বাজারজাত করছিল। সরকার ঘোষিত ১৭টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার আইন না মানায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।