‘আওয়ামী লীগের নিয়োগ করা শিক্ষক দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না’

আওয়ামী লীগের নিয়োগ দেওয়া শিক্ষকদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দিয়ে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ডা. জাহিদুল কবির।
আজ বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদুল কবির এ মন্তব্য করেন।
ডা. জাহিদুল কবির বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসর শিক্ষকদের বাদ দিয়ে নিরপেক্ষ শিক্ষকদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দিলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। এ কারণে তাদের দিয়ে সুষ্ঠু ভোট আয়োজন সম্ভব নয়।
শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক এম হায়দার আলী, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ভুইয়া, সদস্য সচিব শেখ মোহাম্মদ রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সিরাজদীখান উপজেলা মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইছাপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে সেখানে নেতাকর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন।