পাবনার স্বেচ্ছাসেবক লীগ নেতা ভারতে গ্রেপ্তার

পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য (প্যানেল চেয়ারম্যান) নজরুল ইসলাম সোহেলকে গ্রেপ্তার করেছে ভারতের মুর্শিদাবাদ জেলার রানীতলা থানা-পুলিশ।
পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রে জানানো হয়েছে, গত সোমবার গভীর রাতে হরিরামপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রানীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্জিত ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
নজরুল ইসলামকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি চরম প্রতিহিংসার শিকার। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে তার ওপর হামলা, নিপীড়ন শুরু হয়। ঘরবাড়ি ভাঙচুর, শারীরিক নিগ্রহ, এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্তও দেওয়া হয়।
পুলিশের কাছে তিনি বলেন, ‘আমি এলাকায় থাকলে মেরে ফেলা হতো। শেখ হাসিনা যেহেতু ভারতে আশ্রয় নিয়েছেন, আমিও সেই পথেই এসেছি নিজের প্রাণ বাঁচাতে।’
পুলিশের কাছে সোহেল আরও বলেন, তার এই গোপন অনুপ্রবেশের মূল উদ্দেশ্য রাজনৈতিক আশ্রয় গ্রহণ।
গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে ১৪ ফরেনারস্ আইন, পাসপোর্ট আইনসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।