মানিকগঞ্জে জাসাস নেতার ‘আত্মহত্যা’

মানিকগঞ্জ সদর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহসভাপতি শেখ ফজলুর রহমান ফজলু (৪২) ‘আত্মহত্যা’ করেছেন।
আজ শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার কোষাভাঙা গ্রামের নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় ফজলুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক কলহের জের ধরে ফজলু আত্মহননের পথ বেছে নেন বলে তাঁর স্ত্রী ও মেয়ে জানিয়েছেন। তবে কলহের কারণ জানাননি তাঁরা।
কণ্ঠশিল্পী ফজলু কোষাভাঙা গ্রামের মৃত শেখ জলিল মাতব্বরের ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।
ফজলুর মেয়ে শিনকী সাংবাদিকদের জানান, সন্ধ্যায় নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে ফাঁস নেন তাঁর বাবা ফজলু। তা দেখে দ্রুত তাঁকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁর বাবাকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রহমতউল্লাহ জানান, হাসপাতালে আনার আগেই ফজলু মারা যান। এ কারণে তাঁকে কোনো চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে বা অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।