‘বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান’ করায় অ্যাসিড নিক্ষেপ, দগ্ধ ৩

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে দগ্ধ হয়েছেন দুই নারী ও এক শিশু। গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন-রিপা খাতুন (২৬), তার মা রাহেলা বেগম (৪৮) এবং তার ভাই ইয়ানূর (৮)। বর্তমানে তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত রিপা খাতুনের চাচা আব্দুর রহমান বলেন, চার বছর আগে রিপার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে থাকেন। কিছুদিন ধরে পাশের মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের বাড়ির কাজের লোক জসিম তাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। রিপা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে জসিম জানালা দিয়ে অ্যাসিডজাতীয় তরল পদার্থ ছুড়ে মারা হয়। অ্যাসিডে রিপা খাতুন ও তার মা রাহেলা বেগম সামান্য দগ্ধ হন। তবে ৮ বছর বয়সী ইয়ানূর মারাত্মকভাবে দগ্ধ হয়।
ঘটনার পরপরই পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে রাতেই তাদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জুবায়ের আহমেদ বলেন, ইয়ানূরের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। রিপা ও রাহেলার শরীরের কিছু অংশ আংশিকভাবে দগ্ধ। তিনজনকেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু সাঈদ বলেন, অ্যাসিড নিক্ষেপের ঘটনায় তিনজন আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।