বেনাপোল দিয়ে ১৫৬০ মেট্রিক টন চাল আমদানি

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোরের বেনাপোল দিয়ে ভারত থেকে ৫টি চালানে মোট ১ হাজার ৫৬০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাত পর্যন্ত এসব চাল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করেছে।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, শনিবার (২৩ আগস্ট) ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন, রোববার (২৪ আগস্ট) তিনটি ট্রাকে ১০৫ মেট্রিক টন, সোমবার (২৫ আগস্ট) দুটি চালানে ৬২০ মেট্রিক টন, বৃহস্পতিবার (২৮ আগস্ট) ৬ ট্রাকে ২২০ মেট্রিক টন এবং শনিবার (৩০ আগস্ট) রাত ৯টা পর্যন্ত ৬টি ট্রাকে ৩০০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। পাঁচটি চালানে মোট ১ হাজার ৫৬০ মেট্রিক টন চাল এসেছে।
আমদানিকারকের পক্ষে এসব চাল ছাড় করণের কাজ করছে মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ ও কাবেরী এন্টারপ্রাইজ নামের দুটি সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান।
আমদানিকারকরা জানান, দেশের বাজারে স্থিতিশীলতা আনতে সরকার ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যেই চাল আমদানির প্রভাবে বাজারে দাম কিছুটা কমতে শুরু করেছে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, আমদানিকৃত চালের চালান দ্রুত ছাড়করণের জন্য বন্দরের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।